রোহিতের উপরে কেবল টেন্ডুলকার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। এই ম্যাচে জয়ের সঙ্গে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। তাঁর সামনে রয়েছেন কেবল শচিন টেন্ডুলকার।
সিরিজের প্রথম দুই ম্যাচেই আগে ব্যাট করে হেরেছিল নিউজিল্যান্ড। তাই সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। আগে বোলিং নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড।

রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে ভারত তুলে নেয় ৬৯ রান। এর মধ্যে রোহিত ২৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েছেন তিনি।
হাফ সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে ক্রিকেট ইতিহাসের ইতিহাসের ২১তম ওপেনার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করতে শচিন খেলেছিলেন ২১৪ ইনিংস।
রোহিত ২১৯ ইনিংসেই এই রেকর্ডে নাম লিখিয়েছেন। এ রেকর্ডে রোহিতই দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান। কিউইদের বিপক্ষে ৪০ বলে ৬৫ রান করে আউট হয়েছেন রোহিত। এর ফলে ২১৯ ইনিংসে রোহিতের নামের পাশে এখন ১০০১৭ রান।