ঘাটতি পূরণের লক্ষ্য যুবাদের

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তানকে হারিয়ে গ্রুপ ‘সি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্ব নিশ্চিত করেছে আকবর আলীর দল।
দক্ষিণ আফ্রিকা 'ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে। তাদের বিপক্ষে মাঠে নামার আগে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি চোটের কারণে ছিটকে গেছেন। তাঁর বদলে দলে ডাক পেয়েছেন রুয়েল মিয়া। এরই মধ্যে ইনজুরিতে পড়েছেন আরেক অলরাউন্ডার শামীম হোসেন।

এই দুজনের শূন্যতা পূরণ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে চায় বাংলাদেশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন, বাংলাদেশ যুব দলের পেসার তানজিম হাসান সাকিব।
তিনি বলেছেন, ‘দল হিসেবে এই সমস্যা আমাদের কাটিয়ে উঠতে হবে। মানসিকভাবে আমরা চাপ নিতে চাই না। মৃত্যুঞ্জয়ের মতো একজন অলরাউন্ডারকে হারানো কঠিন ব্যাপার। এছাড়া শামীম ভাই ইনজুরিতে। কিছু তো করার নাই, অন্য সবাই মিলে এই ঘাটতিটা পূরণ করতে হবে।’
দুজন ক্রিকেটার ইনজুরিতে থাকলেও মানসিকভাবে চাপ নিতে চায় না বাংলাদেশ। সেই লক্ষ্যের কথা জানিয়ে সাকিব বলেছনে, ‘দল হিসেবে এই সমস্যা আমাদের কাটিয়ে উঠতে হবে। মানসিকভাবে আমরা চাপ নিতে চাই না। মৃত্যুঞ্জয়ের মতো একজন অলরাউন্ডারকে হারানো কঠিন ব্যাপার। এছাড়া শামীম ভাই ইনজুরিতে। কিছু তো করার নাই, অন্য সবাই মিলে এই ঘাটতিটা পূরণ করতে হবে।’
প্রোটিয়াদের বিপক্ষে লড়াই শুরুর আগে ভিডিও দেখে তাদের দূর্বলতা জানার চেষ্টা করছে বাংলাদেশ যুব দল। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমরা ওদের (দক্ষিণ আফ্রিকা) ভিডিও ফুটেজ দেখেছি। তাদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছি। আশা করি পুরো প্রস্তুতি নিয়েই মাঠে নামতে পারবো।’