বৃষ্টিতে পণ্ড বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম দুই ম্যাচ হেরে পাকিস্তানের বিপক্ষে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সিরিজের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। টানা বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হতে পারেনি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এর ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বাবর আজমের দল। সোমবার (২৭ জানুয়ারি) হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামার কথা ছিল মাহমুদউল্লাহদের।

একই মাঠে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটিতে মাহমুদউল্লাহর দল হারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
সিরিজের প্রথম দুই ম্যাচেই আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। সেই ম্যাচে দারুণ বোলিং করলেও দ্বিতীয় ম্যাচে বোলাররাও ব্যর্থ হয়েছে।
টেস্ট সিরিজ এবং একমাত্র ওয়ানডের আগে দলগত এমন পারফরম্যান্স স্বাভাবিক ভাবেই বাংলাদেশকে মানসিক ভাবে কিছুটা হলেও বিপর্যস্ত করবে।