promotional_ad

একদিন আগেই দেশে ফিরছে বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানে একরকম বন্দী জীবন পার করছে বাংলাদেশের ক্রিকেটাররা। সেই বন্দী জীবন থেকে রক্ষা পেতে নির্ধারিত সময়ের এক দিন আগেই বাংলাদেশে রওনা করছে তারা।


দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিককে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ দলের ফেরার কথা ছিল ২৮ জানুয়ারি।



promotional_ad

জানা গেল, ২৭ জানুয়ারি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষ করে ড্রেসিংরুম থেকে সরাসরি লাহোরের বিমানবন্দরে হাজির হবেন মাহমুদউল্লাহ রিয়াদরা। স্থানীয় সময় রাত ১১ টায় সেখান থেকে বিশেষ বিমানে করে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে তারা। দেশে পৌঁছাবে রাত তিনটায়।


পাকিস্তানে যাওয়ার সময়ও বিশেষ বিমানে চড়ে গেছে সৌম্য সরকার-লিটন দাসরা। বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই। সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানে যেতে হয়। বিসিবির পক্ষ থেকে ব্যবস্থা করা বিমানটি সরাসরি লাহোরে অবতরণ করে।


ঠিক একইভাবে পাকিস্তান থেকে বাংলাদেশে আসার সরাসরি কোনো ফ্লাইট নেই। আরব আমিরাত হয়ে ঘুরে আসতে হয়। এবারও বিশেষ বিমানে আসবে বাংলাদেশ দল।



এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে যাওয়া বাংলাদেশ পাকিস্তানে দুঃসহ সময় পার করছে। সেখানে ক্রিকেটারদের হোটেলের বাইরে যেতে দেয়া হচ্ছে না। সব ক্রিকেটারের রুমের বাইরে অস্ত্রধারী পুলিশ পাহারা দিচ্ছে। এমন বন্দী অবস্থান থেকে স্বস্তি পেতেই আগেভাগে বাংলাদেশে আসছে ক্রিকেটাররা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball