ম্যাচ হারার কারণ ব্যাখ্যায় মাহমুদউল্লাহ
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচটি ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এই ম্যাচ হারার মূল কারণ ব্যাটিং বিভাগের ব্যর্থতা, জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। দ্রুত ৩ উইকেট হারানো দলটিকে ভিত গড়ে দেন ওপেনার তামিম ইকবাল এবং মিডল অর্ডারে নামা আফিফ হোসেন। কিন্তু শেষ দিকে রান বাড়াতে পারেননি পরের ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেছেন তামিম। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ব্যাটে ১৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।

তামিমের দায়িত্বশীল ইনিংসের প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ। কিন্তু বাকি ব্যাটসম্যানদের দুষছেন বাংলাদেশ অধিনায়ক। সঙ্গে পাকিস্তানি বোলারদের প্রশংসা করেছেন তিনি।
ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ বলেন, ‘ম্যাচ এবং সিরিজ হারায় আমরা হতাশ। ব্যাটিং বিভাগে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। উইকেটটি ব্যাটিং করার জন্য ভালো ছিল।’
‘তামিম ছাড়া কেউ ভালো করতে পারেনি। আমাদের কমপক্ষে ১৫০-১৬০ রান করা উচিত ছিল। কৃতিত্ব পাকিস্তানের বোলারদের। সঠিক জায়গায়, সঠিক লেংথে বোলিং করেছে তারা।’
বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ সহজেই জিতে নেয় স্বাগতিকরা। ২০ বল বাকি থাকতেই জিতে যায় পাকিস্তান।
সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।