হাফ মিলিয়ন রানে প্রথম দল ইংল্যান্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেটে একমাত্র দল হিসেবে ৫ লক্ষ রান করার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। এমনকি ইতিহাসের একমাত্র দল হিসেবে এক হাজারেরও বেশি টেস্ট ম্যাচ খেলেছে তারা।
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ দিয়ে যাত্রা টেস্ট ক্রিকেটের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্ট দিয়ে ৫ লক্ষ রান পূর্ণ করে দলটি।

ইংল্যান্ড ১০২২ তম টেস্ট ম্যাচ খেলছে। ২০১৮ সালে ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্ট দিয়ে প্রথম দল হিসেবে ১০০০ তম টেস্ট ম্যাচ খেলার নজির গড়ে ইংলিশরা।
৮৩০ ম্যাচ খেলে সর্বোচ্চ টেস্ট খেলুড়ে দল হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। যেখানে অস্ট্রেলিয়া রান করেছে ৪ লক্ষ ৩২ হাজার ৭০৬। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ছাড়া ৫০০টির বেশি টেস্ট খেলেছে ভারত (৫৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (৫৪৫)। রানের দিকেও তৃতীয় এবং চতুর্থ স্থানে আছে তারা।
দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা লক্ষ রান করেছে টেস্ট ফরম্যাটে। ১১৭ টেস্ট খেলা বাংলাদেশ পার করেছে ৫০ হাজার রান।
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক দলঃ
১. ইংল্যান্ড ১০২২* ম্যাচে ৫০০,০০৬ রান।
২. অস্ট্রেলিয়া ৮৩০ ম্যাচে ৪৩২,৭০৬ রান।
৩. ভারত ৫৪০ ম্যাচে ২৭৩, ৫১৮ রান।
৪. ওয়েস্ট ইন্ডিজ ৫৪৫ ম্যাচে ২৭০,৪৪১ রান।
৫. দক্ষিণ আফ্রিকা ৪৩৯* ম্যাচে ২১৬,৪৫২ রান।
৬. পাকিস্তান ৪২৭ ম্যাচে ২০৯,৮৬৯ রান।
৭. নিউজিল্যান্ড ৪৪০ ম্যাচে ২০৪, ১৭২ রান।
৮. শ্রীলঙ্কা ২৮৮ ম্যাচে ১৪৫,২১৮ রান।
৯. বাংলাদেশ ১১৭ ম্যাচে ৫৩,১১৫ রান।
১০. জিম্বাবুয়ে ১০৮ ম্যাচে ৪৯,৮৬৯ রান।
১১. আফগানিস্তান ৪ ম্যাচে ১৫৮৪ রান।
১২. আয়ারল্যান্ড ৩ ম্যাচে ১১৭৪ রান।