promotional_ad

ক্ষমা চাইলেন বেন স্টোকস

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিতর্ক যেন পিছু ছাড়ছেই না ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের। জোহানেসবার্গ টেস্ট চলাকালে দর্শককে কটু কথা বলে বিপাকে পড়েছেন তিনি। শাস্তির সম্মুখীন হতে পারেন স্টোকস। তবে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের প্রথম দিন মাত্র ২ রান করতেই আউট হয়ে যান ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা স্টোকস। সাজঘরে ফেরার সময় দর্শক সারির একজনের দিকে তাকিয়ে স্টোকস বলে ওঠেন, 'এসো, বাইরে এসে আমাকে এই কথা বলো...।' এরপর আরও কয়েকটি বাজে উক্তি করে সাজঘরের সিঁড়ি দিয়ে উঠে যান তিনি।


সরাসরি সম্প্রচারে সেটা ধরা না পড়লেও পরে ব্রডকাস্টাররা সেই দৃশ্য বেশ কয়েকবার দেখিয়েছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। সেই দর্শক স্টোকসকে কি বলেছিলেন, তা শোনা যায়নি। তবে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, মধ্য বয়সী ওই দর্শক সম্ভবত বলেছিলেন, স্টোকসকে দেখতে গায়ক এড শিরানের মতো লাগে।



promotional_ad

এরপরই ক্ষেপে যান স্টোকস। নিজের অপেশাদার আচরণের জন্য ক্ষমা চেয়ে স্টোকস বলেন, 'ভাষার জন্য আমি ক্ষমা চাইছি, আউট হওয়ার পর সরাসরি সম্প্রচারে যা শুনা গিয়েছিল। আমার এভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি।'


'আমি যখন মাঠ ছাড়ছিলাম, ভিড় থেকে অকথ্য ভাষায় গালমন্দ করা হচ্ছিল আমাকে। স্বীকার করছি আমার প্রতিক্রিয়া পেশাদার ক্রিকেটারের মতো ছিল না। আমার ব্যবহৃত ভাষায় জন্য ক্ষমা চাইছি।' যোগ করেন তিনি।


মাঠে অশ্লিল আচরণের প্রমাণ মিললে আইসিসির লেভেল এক ভাঙার অপরাধ হিসেবে গণ্য হবে। যার শাস্তি একটি ডিমেরিট পয়েন্ট। স্টোকসের নামের পাশে এখন কোনো ডিমেরিট পয়েন্ট জমা নেই।


যদি হুমকি হিসেবে গণ্য করা হয় তাঁর কথা, তাহলে লেভেল তিন ভাঙার অভিযোগ আনা হবে স্টোকসের বিরুদ্ধে। যার ফলে ৫ থেকে ৬ ডিমেরিট পয়েন্ট দেয়া হবে তাঁকে, যার অর্থ নিশ্চিত নিষেধাজ্ঞা। যদি খেলাটির দুর্নাম বয়ে আনে স্টোকসের উক্তি, তবে এক থেকে চার যেকোনো ধারা ভঙ্গে অপরাধ আনা হবে তাঁর বিরুদ্ধে।



এমন পরিস্থিতিতে স্টোকসের মানসিক অবস্থাও বিবেচনায় রাখবেন ম্যাচ রেফারি। কারণ তাঁর বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball