ফিল্ডিং ডুবিয়েছে বাংলাদেশকে
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১৪২ রানের লক্ষ্য দিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ। এই ম্যাচে বড় স্কোর না হওয়ার চেয়ে বাজে ফিল্ডিং বেশি পোড়াচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।
তিনি মনে করেন দুটি ক্যাচ মিস আর লেগ সাইডে ৬-৭টি ফিল্ডিং মিসই ডুবিয়েছে বাংলাদেশকে। তবে শেষ পর্যন্ত লড়াই করার জন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

মাহমুদউল্লাহ বলেছেন, '১৪০ রান নিয়েও যে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে পেরেছি এটা বোলারদের চেষ্টার কারণে। বোলাররা ভালো বোলিং করলেও লেগ সাইডে কয়েকটা সহজ চার আমরা দিয়েছি। ৬ থেকে ৭টার মতো ওই জিনিসগুলো যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম। আর আমাদের ফিল্ডিংটা যদি একটু ব??টার হতো হয়তো অন্যরকম হতে পারতো।'
ব্যাটসম্যানদের ধীর ব্যাটিংয়ের জন্য উইকেটকে দায়ী করেছেন মাহমুদউল্লাহ। তিনি জানিয়েছেন, বল পুরনো হওয়ার পর ব্যাটে আসছিল না ঠিক মতো। পরবর্তী ম্যাচে এসব বাধা পেরিয়ে জয়ের লক্ষ্য মাহমুদউল্লাহর।
তিনি বলেছেন, 'আমরা ১০-১৫ রান কম করেছি। বল পুরনো হলে ব্যাটে আসছিল না। এটা আমাদের কিছুটা ভুগিয়েছে। ব্যাটসম্যানদের কঠোর লড়াই করতে হয়েছে। আমার মনে হয় পরবর্তী ম্যাচে আমাদের এগুলো দেখতে হবে।'