উইকেটের আচরণে বিস্মিত মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট বিস্মিত করেছে বাংলাদেশ-পাকিস্তান দুই দলকেই।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ স্পষ্ট জানিয়েছেন, উইকেটের আচরণে তিনি বিস্মিত হয়েছেন। বল পুরনো হয়ে যাওয়ার পর শট খেলা ব্যাটসম্যানদের জন্য সহজ ছিলনা বলেই মনে করেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, 'ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কিন্তু উইকেট আমাকে কিছুটা বিস্মিত করেছে। বল যখন পুরনো হয়েছে এবং নরম হয়েছে শট খেলা কঠিন হয়ে গিয়েছিল। তারপরও বোলাররা ভালো করেছে।'
বাংলাদেশের বিপক্ষে শোয়েব মালিক ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। দারুণ ব্যাটিং করলেও উইকেট অবাক করেছে তাকেও। এই অভিজ্ঞ পাকিস্তানি ব্যাটসম্যানও স্বীকার করে নিয়েছেন পুরনো বলে এই উইকেটে খেলা কঠিন ছিল।
মালিকের ভাষ্যমতে, 'শুরু থেকে আমি যেটা দেখেছি নতুন বলে খেলা যচ্ছিল। তবে পুরনো বলে ততটা স্বাচ্ছন্দ্য হচ্ছিল না। কৃতিত্ব বোলারদের দিতে হবে। ভালো শুরুর পররো তারা বেঁধে রাখতে পেরেছে (বাংলাদেশকে)। দারুণ ফিল্ডিং হয়েছে।'
ইনিংসের দ্বিতীয় বলেই আউট হওয়া বাবর আজম বলেছেন, 'জয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল। বোলাররা দারুণ বোলিং করেছে। আমরা আশা করিনি উইকেট এমন ধীর হবে। কিন্তু তারা যেভাবে পরিকল্পনা করেছে তাদের কৃতিত্ব দিতেই হয়।'