মুশফিকের প্রতি মালিকের অনুরোধ

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাননি বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক???র রহিম। পাকিস্তান সফরের আলোচনার শুরু থেকেই অনিচ্ছা প্রকাশ করেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। পাকিস্তান যে বর্তমানে কতোটা নিরাপদ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন, মুশফিককে এমনই বার্তা দিয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক।
প্রথম দিকে মাহমুদউল্লাহ রিয়াদও পাকিস্তান সফর নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। দীর্ঘদিনের সফরের বিপক্ষে ছিলেন তিনি। তিন দফা সফর হওয়ায় পাকিস্তানে যেতে রাজি হন মাহমুদউল্লাহ। কিন্তু মুশফিক নিজের সিদ্ধান্ত বদলাননি।

বুধবার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চড়ে পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দেয় বাংলাদেশ দল। মাঝরাতেই লাহোরে পৌঁছায় তারা। কড়া নিরাপত্তায় বাংলাদেশ দলকে বরন করে পাকিস্তান। ইতোমধ্যে নিরাপত্তার আঁচ পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মালিক মনে করছেন, এবারের নিরাপত্তা দেখে পরেরবার বাংলাদেশের বাকি ক্রিকেটাররাও পাকিস্তানে যেতে ভরসা পাবেন।
মুশফিককে উদ্দেশ্য করে পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'মাত্র একজন খেলোয়াড় (মুশফিক) আসছে না ব্যক্তিগত কারণে। আমি শুধু তাকে বলতে চাই ‘দয়া করে পরেরবার অবশ্যই আসবেন এবং নিজের চোখে সব দেখবেন'। বাংলাদেশ দল যখন এখানকার অবস্থা দেখবে, আমার মনে হয় যারা এবার আসেনি তারাও আশ্বস্ত হবে পরেরবার আসার জন্য।'
বঙ্গবন্ধু বিপিএলের চ্যাম্পিয়ন দল রাজশাহী রয়্যালসের হয়ে খেলেন মালিক। সে সময় পাকিস্তানের নিরাপত্তা নিয়ে তাঁর কাছ থেকে অনেকেই জানতে চেয়েছেন। শুধু বিপিএল নয়, বিশ্বের সব জায়গায়ই প্রশ্নের সম্মুখীন হতে হয় মালিককে। তিনিও নির্দ্বিধায় পাকিস্তানের নিরাপত্তার প্রশংসা করেন।
মালিকের ভাষ্য, 'বাইরের দেশে খেলতে গেলে খেলোয়াড়রা প্রায়ই আমাকে জিজ্ঞেস করে পাকিস্তানের অবস্থা কেমন। পাকিস্তান আপনাকে যে নিরাপত্তা দেবে, কোথাও পাবেন না। বাংলাদেশের কিছু খেলোয়াড়রাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চেয়েছিল। তাদের আমি বলেছি, তোমাদের এসে নিজের চোখে দেখা উচিত।'
পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৮ সালে শেষবার পাকিস্তানে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল দলটি।