ভেটোরির না যাওয়ার কারণ জানালো বিসিবি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ধারণা করা হচ্ছিলো নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যাচ্ছেন না ড্যানিয়েল ভেটোরি। আদতে তেমন নয়, ভেটোরির না যাওয়ার কারণ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি জানান, পাকিস্তানে যাওয়ার ব্যাপারে আগে থেকে কিছু না জানানোয় বাংলাদেশ দলের সফরসঙ্গী হননি ভেটোরি।
গত বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান ভেটোরি। ১০০ দিনের জন্য বিসিবির সঙ্গে চুক্তি করেন নিউজিল্যান্ডের এই কিংবদন্তি স্পিনার।

কথা ছিল, এই ১০০ দিনের চুক্তিতে বিসিবির যখন প্রয়োজন হবে তখন দলের সঙ্গে যুক্ত হবেন ভেটোরি। মূলত পাকিস্তান সফরটি অনিশ্চিত থাকার কারণে ভেটোরিকে কিছু জানায়নি বিসিবি।
এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেন, ‘ভেটোরির ব্যাপারে আমি এখনই কিছু বলতে পারব না। ওর তো সিডিউল করাই আছে। ও কখন কোন তারিখে আসবে, সেভাবে ঠিক করা আছে, সেভাবেই আসবে। পাকিস্তানে সম্ভবত এই সিডিউলটা ছিল না। ওর সঙ্গে যে তারিখটা ঠিক করা, সেই তারিখ অনুযায়ী সে আসবে।’
ভেটোরি ছাড়াও পাঁচজন বিদেশি কোচিং স্টাফ যাচ্ছেন না পাকিস্তান সফরে। তাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য বলে জানিয়েছেন নিজামউদ্দিন। বিসিবির প্রধান নির্বাহী বলছেন, ‘আপনাদের একটা ব্যাপার পরিষ্কার করি। আপনারা জানেন যে পাঁচজন স্টাফ যাচ্ছে না পাকিস্তানে। আমাদের কিন্তু যারা যাচ্ছে না, তাদের বেশিরভাগই দিনের হিসেবে চুক্তি করা। যার সঙ্গে সিডিউল করা নেই সে এখনও আসেনি।’