ভারতে হচ্ছে না এশিয়া একাদশ-বিশ্ব একাদশের ম্যাচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই দলকে নিয়ে আরেকটি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী মঙ্গলবার (২১ জানুয়ারি) বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন। বুধবার দেশে ফিরে তিনি জানিয়েছেন, ম্যাচটি আয়োজন করছে না ভারত।

এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেছেন, ‘একটা ম্যাচ হওয়ার কথা আসলে ছিল, তারা একটি বড় স্টেডিয়াম উদ্বোধন করতে চেয়েছে। সেটা বোধহয় আপাতত ওনারা করছে না। ওটা তৈরি হতে মনে হয় আরও সময় লাগবে। আমাদের যে দুইটা ম্যাচ, ওইভাবেই আছে।’
সৌরভ গাঙ্গুলি কদিন আগেই জানিয়েছেন, আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়াম পুনরায় উদ্বোধন করতে চান এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। তবে স্টেডিয়ামটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। তাই এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার ম্যাচটি ভারতে মাঠে গড়াচ্ছে না।
পরবর্তীতে এই ম্যাচ আয়োজন করতে চাইলে বিসিসিআই বিশেষভাবে আয়োজন করতে পারবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেছেন, ‘ওখানে হওয়ার কোনো সুযোগ নেই এই সময়ে। পরবর্তীতে হবে, যদি তারা আয়োজন করে। প্রথম থেকেই কিন্তু ওই ম্যাচটি তাদের ব্যাপারই ছিল।’