promotional_ad

ব্যাটসম্যানদের দায়িত্বটা বেশি থাকবেঃ মাহমুদউল্লাহ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন পাকিস্তান সফরে ব্যাটসম্যানদের দায়িত্ব বেশি থাকবে বলে মনে করেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের বিশ্বাস পাকিস্তানের কঠিন উইকেটে ব্যাটসম্যানরা ভালো খেলতে পারলে বড় পুঁজি পাবে তাঁর দল।


২০০৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিলেন মাহমুদউল্লাহ। সেখানকার উইকেট সম্পর্কে ভালোই ধারণা আছে এই অভিজ্ঞ অলরাউন্ডারের। টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটসম্যানরা বড় পরীক্ষার সম্মুখীন হবে বলে মনে করেন তিনি। 



promotional_ad

মাহমুদউল্লাহ বলেন, 'আমি এর আগেও গিয়েছি পাকিস্তানে দুই বার। ২০০৮ এ গিয়েছিলাম। এবারের অভিজ্ঞতা খুব বেশি তারতম্য করবে। যেহেতু আমরা পাকিস্তানে খেলছি, এর আগেও বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে খেলেছে। পাকিস্তানের উইকেট খুব বেশি কঠিন ব্যাটসম্যানদের জন্য। আমরা আশা করি ব্যাটসম্যানরা ভালো করবে। সেক্ষেত্রে বড় স্কোর গড়তে ব্যাটসম্যানদের দায়িত্বটি বেশি থাকবে।'


সম্প্রতি শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে দারুণ পারফর্ম করেছেন বেশ কিছু ক্রিকেটার। বোলিং এবং ব্যাটিংয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তরুণ অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান। একই সঙ্গে পেসারদের মধ্যে বিপিএল পারফরম্যান্স দিয়ে টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ।


সবমিলিয়ে দল নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তাঁর ভাষ্যমতে, 'আমি এই মুহূর্তে খুবই খুশি, যারা স্কোয়াডে সুযোগ পেয়েছে তাদের নিয়ে। সবাই খুব ভালো পারফরম্যান্স করেছে এই বিপিএলে। যারা ব্যাটসম্যান ছিল তারা রান পেয়েছে, বোলাররা যারা ছিল ওরা উইকেট পেয়েছে। সব মিলিয়ে আমি খুব আত্মবিশ্বাসী আমার দল নিয়ে। দেখার বিষয় আমরা ওখানে গিয়ে নিজেদের কত ভালোভাবে মেলে ধরতে পারি।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball