এম্বুলদেনিয়ার ঘূর্ণির পরও জিম্বাবুয়ের ৩৫৮

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৮ রান করে অল আউট হয়েছে জিম্বাবুয়ে। টপ অর্ডারে তিন হাফ সেঞ্চুরির পরও তাঁদের সংগ্রহটা বড় হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায়।
মূলত লঙ্কান বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সংগ্রহটা আর বড় হতে দেননি। জবাবে ১ উইকেট হারিয়ে ৪২ রান করে হারারেতে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারী শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ের চেয়ে তাঁরা পিছিয়ে আছে এখনও ৩১৬ রানে। ওশাদা ফার্নান্দোকে বোল্ড করে ৩২ রানের ওপেনিং জুটি ভেঙেছেন ডোনাল্ড টিরিপানো। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১২ ও কুসল পেরেরা ৬ রান করে অপরাজিত আছেন।

আগের দিনের ২ উইকেটে ১৮৯ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। তাঁরা দ্রুতপি হারায় অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরের উইকেট।
জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস ১৮ করে আউট হয়েছেন। আগের দিন হাফ সেঞ্চুরি তুলে নেয়া ওপেনার আরভিন আউট হয়েছেন ৮৫ রান করে। এরপর রেজিস চাকাভা দ্রুত ফিরলে ওয়ানডে মেজাজে ব্যাটিং শুরু করেন সিকান্দার রাজা।
রাজা ৬৫ বলে ৪১ রান করে এম্বুলদেনিয়ার শিকার হয়েছেন। এরপর জার্ভিসকেও ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট দখল করেন এই লঙ্কান স্পিনার।
লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সঙ্গে নিয়ে জিম্বাবুয়েকে তিনশো পেরুনো সংগ্রহ এনে দেন টিরিপানো।
তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৪ রান করেন। ১১৪ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার এম্বুলদেনিয়া। সুরাঙ্গা লাকমল নিয়েছেন ৫৩ রানে ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে ১ম ইনিংস: (আগের দিন ১৮৯/২) ১৪৮ ওভারে ৩৫৮ (আরভিন ৮৫, উইলিয়ামস ১৮, সিকান্দার রাজা ৪১, টিরিপানো ৪৪*; এম্বুলদেনিয়া ৫/১১৪)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৪ ওভারে ৪২/১ (করুনারত্নে ১২*, ফার্নান্দো ২১, মেন্ডিস ৬*; টিরিপানো ১/৫)