ফিফা-অলিম্পিককে অনুসরণ করছে আইসিসি

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত আয়োজিত টুর্নামেন্টগুলো নিলামের মাধ্যমে বন্টনের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিলামে বিশ্বের যেকোনো দেশ অংশ নিতে পারবে। মূলত বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং অলিম্পিক গেমসের আসরগুলো নিলামের মাধ্যমে বন্টন করা হয়।
এবার ক্রিকেটও একই পথে হাঁটতে যাচ্ছে। নির্ধারিত ৮ বছরের মধ্যে ছেলেদের ৮টি, মেয়েদের ৮টি এবং অনূর্ধ্ব-১৯ দলের ৮টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ছেলে-মেয়ে এবং অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করতে রবিবার রাতে ঢাকায় এসেছে আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল। এই দলে রয়েছেন আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনী এবং কমার্শিয়াল জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন। তাদের সঙ্গে আলোচনা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, 'এবার ওরা যে সিস্টেমটা করেছে বিডিং। ফিফা এবং অলিম্পিকে যেটা করে সাধারণত। দেশ বিড করে। ওরা এখন সিস্টেমে যাচ্ছে দেশ বিড করবে। এটা শুধু ক্রিকেট খেলা দেশগুলোর জন্য না এটা সবার জন্য ওপেন।'
নিলাম প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে মালোয়েশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়েছে আইসিসির। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও তারা আলোচনায় বসবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
নিলাম প্রক্রিয়ার বিস্তারিত ধারণা দিয়ে পাপন বলেছেন, 'আইসিসির যে টুর্নামেন্টগুলো, সেগুলো যেভাবে বন্টন করা হতো এর সাথে এবারের বিরাট একটি পার্থক্য রয়েছে। ওরা নতুন একটা প্রস্তাব নিয়ে এসেছে। ২০২৩ থেকে ২০৩১ পর্যন্ত যে ইভেন্টগুলো হবে ছেলেদের ৮টি, মেয়েদের ৮টি এবং আন্ডার-১৯ এর ৮টি; ২৪ টি ইভেন্ট বন্টন করা হবে কোন পদ্ধতিতে, এটা নিয়ে আলোচনা করতে এসেছেন তারা।'