promotional_ad

আইসিসির টুর্নামেন্ট নিলামে অংশ নেবে বাংলাদেশ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত টুর্নামেন্টগুলোর বন্টন হবে নিলামের মাধ্যমে। এই নিলামে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, টুর্নামেন্ট আয়োজন করলে এগুলোর লাভ-ক্ষতি দেখে তারা নিলামে অংশ নেবেন। এগুলো নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি ও কমার্শিয়াল জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন বাংলাদেশ সফরে এসেছেন রবিবার রাতে।



promotional_ad

এ প্রসঙ্গে নিজামউদ্দিন বলেছেন, 'বিভিন্ন সময় যেসব দেশ আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছে, সেই দেশগুলোতে ওরা সফর করছে। টুর্নামেন্টগুলো সম্পর্কে বোঝানোর জন্য। এই টুর্নামেন্ট করলে লাভ কী, সে সম্পর্কে বোঝাবে। এটা একটা নিলামের মাধ্যমে হবে। লাভ-ক্ষতি দেখে আমরা নিলামে অংশ নেব।'


মানু ও ক্যাম্পবেল একদিনের এই ঝটিকা সফরে বিসিবি কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে বৈঠক করবেন তারা। সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের।


বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, 'আমরা আগে যে টুর্নামেন্টগুলো আয়োজন করেছি, তা নিলামের মাধ্যমে নিয়েছিলাম। নিলাম সম্পর্কে সরকারকে অবহিত করতে স্বরাষ্ট্র ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারা। এর জন্য টেন্ডার ডকুমেন্ট থাকে, সেখানে জানতে চাওয়া হয় হোস্ট রাইটস পেতে চাইলে আমরা কী কী সুবিধা দেবো। আমরা তখন বলব, নিরাপত্তা দেবো, হোটেল দেবো, চারটি মাঠ দেবো। মিডিয়া ফ্যাসিলিটে দেবো। ওগুলো অ্যাসেস করে তারা টুর্নামেন্ট বণ্টন করবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball