promotional_ad

সঙ্গীর ওপর নির্ভর করবে তামিমের ভূমিকা!

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনারদের কাছ থেকে উড়ন্ত সূচনা এবং বড় ইনিংসের আশা করে দল। সে জন্য আক্রমণাত্মক খেলার পাশাপাশি পুরো ইনিংস খেলার মানসিকতা নিয়ে ব্যাটিং করতে হয় ওপেনারদের। সদ্য সমাপ্ত বিপিএলে যা দেখা গেছে ঢাকা প্লাটুনের দুই ওপেনার তামিম ইকবাল এবং তাঁর সঙ্গীর কাছ থেকে। দলের চাওয়া ছিল ২০ ওভার উইকেটে থাকুক তামিম আর সঙ্গী আক্রমণাত্মক ব্যাটিং করুক।


জাতীয় দলেও অনেক সময় এই চিত্র দেখা গেছে। একপ্রান্তে তামিম ধরে খেলছেন, অন্য প্রান্তে লিটন-সৌম্যরা দ্রুত ব্যাটিং করে স্কোরবোর্ডে রান যোগ করছেন। তবে পুরো ইনিংস ধরে খেলতে গিয়ে প্রভাব পরেছে তামিমের স্ট্রাইক রেটে। যে জন্য সমালোচনাও শুনতে হয়েছে দেশের অন্যতম সেরা ওপেনারকে।


বিপিএলে লিটন, ইমরুল, আফিফ, শান্ত বা মিরাজরা যেখানে ১৩০ এরও বেশি স্ট্রাইক রেটে খেলেছেন, সেখানে তামিম মাত্র ১০৯ স্ট্রাইক রেটে রান করেছেন। যদিও ধরে খেলে উইকেট বাঁচিয়ে রান তোলার এই মিশনে ৩টি হাফ সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। 



promotional_ad

ঢাকা প্লাটুনের জার্সিতে ১২ ম্যাচে ৩৯৬ রান করেছেন তামিম। বেশ কয়েকটি ইনিংসে আবার মাঝপথে উইকেট ছুঁড়ে দিয়েছেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং এলিমেনেটরে যে জন্য বিপদে পড়ে ঢাকা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে এবার দেশের জার্সিতে মাঠে ফিরতে যাচ্ছেন তামিম।


গেল বছর শ্রীলংকা সিরিজের পর জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো খেলতে প্রস্তুত তামিম। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম তাঁর সঙ্গে কাজ করছেন তামিম। রবিবার পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তিন দিনের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।


অনেকটা ফুরফুরে মেজাজেই দেখা গেছে তামিমকে। গা গরম করে নেয়ার পর মিরপুরের মূল উইকেটে ঘণ্টা খানেক ব্যাটিং অনুশীলন করেন এই ওপেনার। স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পাওয়া পেসার হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করেছেন তামিম। 


শুরুর কয়েক বল নক করার পর লং অন এবং লং অফের সীমানা পার করার চেষ্টায় ছিলেন তামিম। বেশ কয়েকবার সফলও হয়েছেন তিনি। তবে পাকিস্তানের মাটিতে বাঁহাতি এই ওপেনার কোন ভূমিকায় খেলবেন, সেটা নিয়ে এখনও আলাপ-আলোচনা হয়নি দলের মধ্যে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, তামিমের ভূমিকা নির্ভর করবে তার ওপেনিং সঙ্গীর ওপর।



ডমিঙ্গো বলেন, ‘তামিমের সঙ্গে প্রথমবারের মতো সফর করছি আমি। আমাকে বুঝতে হবে সবকিছু। বিপিএলে তার ভূমিকা যেটা ছিল, তা আমি দেখেছি। তবে পাকিস্তান সিরিজে তার ভূমিকা নিয়ে আমাদের আলাপ করতে হবে। এখনও কোনো সিদ্ধান্ত নিইনি।’ 


‘সামনের দিনগুলোতে আমি সিদ্ধান্ত নেব। এটা অনেকখানি নির্ভর করবে সে কার সঙ্গে জুটি বাধবে। সে যদি আক্রমণাত্মক কারও সঙ্গে ওপেন করে তাহলে পুরো ইনিংস ধরে খেলার ভূমিকা দেয়া হতে পারে। তবে অনভিজ্ঞ কারও সঙ্গে জুটি বাধলে হয়তো দায়িত্বটা ওকেই নিতে হবে। আমরা আলাপ আলোচনা করব শিগগিরই।’ আরও যোগ করেন বাংলাদেশের প্রধান কোচ।


টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে তামিমের সঙ্গী কে হবেন, সেটা এখনও নিশ্চিত নয়। স্কোয়াডে পাঁচজন ওপেনার নিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৫ এবং ২৭ জানুয়ারি একই ভেন্যু লাহোরে সিরিজের বাকি দুই ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball