promotional_ad

মুশফিককে 'ফ্যামিলি ম্যান' আখ্যা দিলেন ডমিঙ্গো

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিরাপত্তা নিয়ে পরিবার শঙ্কায় থাকায় পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। একই সঙ্গে মুশফিককে 'ফ্যামিলি ম্যান' হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। 


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৩ তারিখ পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ। পরিবারের চাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সফরে না যাওয়ার অনুরোধ করেন মুশফিক। সফরটিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেন তিনি। 



promotional_ad

মুশফিকের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রোটিয়া কোচ ডমিঙ্গো বলেন, 'আমি মুশফিকের সঙ্গে কথা বলেছি। সে যাচ্ছে না, এটি সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত এবং আমি আমি এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সম্মান করি। সে আমার মতোই একজন ফ্যামিলি ম্যান। সে যদি তাঁর পরিবারের জন্য মনে করে এটাই সঠিক তাহলে ঠিক আছে, আমি তাঁর সিদ্ধান্তকে সম্মান করি।'


পাকিস্তান সফরে মুশফিকের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারকে নিঃসন্দেহে মিস করবে বাংলাদেশ। ডমিঙ্গো নিজেও বিষয়টি মানছেন। ৮৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মুশফিক প্রসঙ্গে ডমিঙ্গোর ভাষ্য,'সে একজন অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিকেটার সে। তাঁর অভিজ্ঞতা অবশ্যই আমরা মিস করবো এই সিরিজে।' 


এর আগে পাকিস্তান সফর থেকে নিজের নাম সরিয়ে নেয়ার কারণ হিসেবে মুশফিক বলেছিলেন, ‘আমি আশা করব দুই তিন বছর পরিস্থিতি যদি ধারাবাহিকভাবে ভালো থাকে, তখন না যাওয়ার কোনো কারণ নেই। যদি বলেন বাংলাদেশের ক্রিকেটে একটা বড় সিরিজ মিস করা। একইসঙ্গে আমার কাছে সুযোগও ছিল পিএসএলে খেলা। আমি কিন্তু প্রথমেই না করে দিয়েছি। আমি জানি পুরো টুর্নামেন্ট (পিএসএল) পাকিস্তানে হবে। আমি বলেছি আমার পরিবার আমাকে যেতে অনুমতি দিচ্ছে না, কাজেই ওখানে যাওয়ার প্রশ্ন ওঠে না।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball