promotional_ad

বাংলাদেশকে পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত পাকিস্তান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন পাকিস্তান সফরে নিচ্ছিদ্র নিরাপত্তা পাবে বাংলাদেশ ক্রিকেট দল। জানা গেছে এরই মধ্যে মাহমুদউল্লাহদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সবধরণের পদক্ষেপ নিয়েছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার। 


২৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে সবধরনের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৮ জানুয়ারি) নিরাপত্তার ব্যাপারে একটি বৈঠকে বসে পাঞ্জাব সরকারের মন্ত্রিসভা কমিটি। 


promotional_ad

সভাতে আইনমন্ত্রী মোহাম্মদ বাশারাত রাজা পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন কর্তৃপক্ষকে। বাংলাদেশ দলের ক্রিকেটারদের পাশাপাশি সকল দর্শকদের কথাও মাথায় রাখার কথা বলা হয়েছে এই সভায়। 


খেলা চলাকালীন রাস্তাঘাটের নিরাপত্তা দেখভাল করা ছাড়াও ট্রাফিক জ্যামের বিষয়টি মাথায় রাখার কথা জানান রাজা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তার ব্যাপারেও নির্দেশ দেয়া হয় এই সভায়। 


২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে সন্ত্রাসী হামলার কবলে পড়েন শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্যরা। সেই হামলায় আহত হন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার। এরপর থেকে পাকিস্তানকে অনিরাপদ আখ্যা দিয়ে সফরে যেতে রাজি হয়নি অনেক বড় দল।


সম্প্রতি সেই শ্রীলঙ্কাকেই আতিথেয়তা দিয়ে নিজেদের নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশও রাজি হয়েছে পাকিস্তান সফরে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ জানুয়ারি পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball