promotional_ad

বাংলাদেশের বিপক্ষে সুযোগ না পাওয়ায় হতাশ কামরান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক না পেয়ে মনক্ষুণ্ণ হয়েছেন কামরান আকমল। পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় নিজের হতাশার কথা জানান।


২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ৩৮ বছর বয়সী আকমল। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার হুট করেই ফেরার আশাবাদ ব্য়ক্ত করেন। মূলত ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজরে আশার প্রত্যাশা করছিলেন তিনি। 



promotional_ad

টুইট বার্তায় আকমল লিখেন, ‘দুঃখ পেয়েছি, দলের জন্য বিবেচিত না হওয়ায় হৃদয় ভেঙে গেছে। আমি অনেক কষ্ট করেছি। যাই হোক, হাল ছাড়ব না। আমি আরও কঠোর পরিশ্রম করব। সবাইকে ধন্যবাদ, যারা আমাকে সমর্থন দিয়েছেন।'


নিজে সুযোগ না পেলেও শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজকে দলে নেয়ায় তাদেরকে অভিনন্দন জানাতে ভোলেননি আকমল। তিনি লিখেন, ‘বাংলাদেশ সিরিজে যারা সুযোগ পেয়েছে তাদের অভিনন্দন, হাফিজ ও মালিককে প্রত্যাবর্তনে অভিনন্দন। শুভকামনা।' 


পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই আজম ট্রফিতে সম্প্রতি দারুণ পারফর্ম করেছেন কামরান আকমল। সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ১১ ম্যাচে ৬০.৪০ গড়ে ৯০৬ রান সংগ্রহ করেন তিনি। যেখানে ৩টি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও আকমল। এই পারফরম্যান্সের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছিলেন তিনি। 



পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:


বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আম্মাদ বাট, হারিস রৌফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball