promotional_ad

বাংলাদেশকে ভয় পাচ্ছে পাকিস্তানঃ রমিজ রাজা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে ঘোষিত পাকিস্তান স্কোয়াড দেখে ক্ষোভ ঝেড়েছেন রমিজ রাজা। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে দল নির্বাচনে দূরদর্শিতার পরিচয় দেননি বোর্ডের নির্বাচকরা। শুধু তাই নয়, বাংলাদেশকে ভয় পাচ্ছে পাকিস্তান বলেও মন্তব্য করেন তিনি। 


বিশেষ করে শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজকে দলে নেয়ায় চটেছেন ৫৭ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান। মালিক ও হাফিজ নিজেদের সেরা সময় এরই মধ্যে পার করে এসেছেন বলে মনে করছেন রমিজ রাজা। আর সেই কারণে তাদেরকে খেলানোর পক্ষপাতি নন তিনি।



promotional_ad

এক ভিডিও বার্তায় রমিজ বলেন, 'বাংলাদেশ সিরিজে পাকিস্তানের টি-টোয়েন্টি দলটা দেখার পর থেকেই রাগ লাগছে। ভবিষ্যতে তাকিয়ে দল নির্বাচন করা হয়নি। নির্বাচকেরা বুঝিয়ে দিয়েছেন তারা আর হার দেখতে চান না। এ কারণে তারা শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে দলে ফিরিয়েছেন, যারা নিজের সেরা সময়টা ফেলে এসেছে। হারের ভয়ে দূরদর্শী ভাবনা বাদ দিয়ে স্বার্থপরের মতো চিন্তা করলে পাকিস্তান ক্রিকেট কত দূর যেতে পারবে?'


ক্যারিয়ারের প্রায় অন্তিম লগ্নে চলে এসেছেন মালিক এবং শোয়েব। কিন্তু এরপরেও ৩৯ বছর বয়সী হাফিজ এবং ৩৭ বছর বয়সী মালিককে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা দেয়া মানতে পারছেন না ৫৭টি টেস্ট খেলা রমিজ রাজা। তাঁর মতে নিরাপদ পথ বেছে নেয়ার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। 


রমিজ রাজার ভাষ্যমতে, 'নির্বাচকদের যুক্তি ৩৮ বছর বয়সী দুই ক্রিকেটার অভিজ্ঞতা থেকে ম্যাচ জেতাবেন। তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সিরিজে তরুণদের বদলে তাদের সুযোগ দেওয়া উচিত ছিল। বাংলাদেশের বিপক্ষে তারা হারের ভয় করছে বলেই নিরাপদ পথ বেছে নিয়েছে। মালিক কিংবা হাফিজের বিপক্ষে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। পাকিস্তানের জন্য তাদের অনেক অবদান রয়েছে। কিন্তু তাদের বয়সটা এমন যে বেশি কিছু দিতে পারবে না।'



পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:


বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আম্মাদ বাট, হারিস রৌফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball