মানসিক পরিবর্তন এনে সফল শান্ত

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় এই বাঁহাতি ব্যাটসম্যানের। অভিষেক ম্যাচে মাত্র ১১ রান করে ফেরেন তিনি।
দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও সুবিধা করতে পারেননি শান্ত। সেই ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে পাঁচ রান। এমন পারফরম্যান্সের পর ভারত সফরের দল থেকে বাদ পড়েন শান্ত।

সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ খেলে আবারও জাতীয় দলে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। ১১ ম্যাচে একটি সেঞ্চুরি একটি ১ হাফ সেঞ্চুরিতে ৩০৮ রান করেছেন শান্ত।
ঢাকা প্লাটুনের বিপক্ষে একটি ম্যাচে তিনি ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। মূলত এই ইনিংসটিই নির্বাচকদের নজর কেড়েছে। দলে ফিরে শান্ত ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, মানসিক পরিবর্তন এনেই সফল হয়েছেন তিনি।
শান্ত বলেছেন, ‘অনুশীলন করেছি ভালো মতো, প্রস্তুতি নিয়েছি ভালো মতো। এগুলো (ব্যাটিং) নিয়ে আলাদা কাজ করার কিছু নেই। মানসিকভাবে প্রস্তুতিটা নিয়েছি ভালোভাবে। মানসিক এই পরিবর্তনের কারণেই উন্নতি সম্ভব হয়েছে।’
শান্ত জানিয়েছেন, জাতীয় দলে জায়গা নিয়ে চিন্তা করেন না তিনি। তাঁর চিন্তা ভাবনা জুড়ে থাকে নিজের খেলা। সুযোগ পেয়েই আত্মতৃপ্তিতে ভুগছেন না টপ অর্ডার এই ব্যাটসম্যান। জানিয়েছেন, জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারলেই কেবল আনন্দিত হবেন তিনি।
শান্তর ভাষ্যমতে, ‘আলহামদুলিল্লাহ, জাতীয় দলে ফিরে ভালো লাগছে। আমি কখনও সিলেকশন নিয়ে চিন্তা করিনি। আমি সবসময় আমার খেলা নিয়ে চিন্তা করি। সিলেকশনটা যেহেতু হাতে নেই, তাই এটা নিয়ে চিন্তা করি না। সুযোগ পেয়েছি ভালো লাগছে। পারেফরম্যান্স করতে পারলে আরও ভালো লাগবে।’