promotional_ad

ধাওয়ান-স্মিথের আক্ষেপ, সিরিজে ফিরল ভারত

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাজকোটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়েছে ভারত। ভারতের শিখর ধাওয়ান ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ- দুজনই এ দিন নব্বইয়ের ঘরে আউট হয়েছেন।


টস হেরে ব্যাটিং করতে নামা ভারত স্কোর বোর্ডে তুলে ৫০ ওভারে ছয় উইকেটে ৩৪০ রান। জবাবে ৪৯.১ ওভারে ৩০৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-১ সমতা এনেছে ভারত।



promotional_ad

ভারতের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন ওপেনার শিখর ধাওয়ান। তাঁর ১৩টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসটির সমাপ্তি ঘটে কেন রিচার্ডসনের বলে।


এছাড়া লোকেশ রাহুল ৫২ বলে ৮০, বিরাট কোহলি ৭৬ বলে ৭৮ ও রোহিত শর্মা ৪৪ বলে ৪২ রান করে আউট হন। শেষদিকে ১৬ বলে ২০* রান করেন রবিন্দ্র জাদেজা। অজি বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা নেন তিন উইকেট।


বড় রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে স্মিথের ব্যাটে আসে ৯৮ রান। কুলদিপ যাদবের বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। মারনাস ল্যাবুশেন তাঁর প্রথম ওয়ানডে ইনিংসে করেন ৪৬ রান।



তাছাড়া ৩৩ রান আসে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাটে। অজি ব্যাটসম্যানদের সবাই দুই অংকের রান করলেও নিয়মিত উইকেট পড়তে থাকায় লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে যায় তাদের জন্য। ভারতের বোলারদের মধ্যে তিন উইকেট নেন মোহাম্মদ শামি।


সংক্ষিপ্ত স্কোরঃ
ভারতঃ ৩৪০/৬ (৫০ ওভার)
(ধাওয়ান ৯৬, রাহুল ৮০, কোহলি ৭৮; জাম্পা ৩/৫০)
অস্ট্রেলিয়াঃ ৩০৪/১০ (৪৯.১ ওভার)
(স্মিথ ৯৮, ল্যাবুশেন ৪৬; শামি ৩/৭৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball