বিপিএলে প্রাইজ মানি না থাকায় অবাক রাসেল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়াই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নতুন আঙ্গিকে টুর্নামেন্টটি আয়োজন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজি না থাকায় প্রাইজমানিও ছিল না এই বিপিএলে। এতে অবাক হয়েছেন এবারের বিপিএল শিরোপাজয়ী অধিনায়ক আন্দ্রে রাসেল।
মিডিয়াকে রাজশাহী রয়্যালসের অধিনায়ক বলেন, 'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবাই প্রাইজমানি নিয়ে খেলতে চায়। সবাই এখানে টাকা পেলে খুশি হয়। আমার জন্য আসর জেতা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে মনে হতেই পারে যে আমি টাকা পছন্দ করি না!
তবে আমি চাই যে যেসব স্থানীয় ক্রিকেটার আমাদের সাহায্য করেছে, তাদের যেন উপযুক্ত যত্ন নেয়া হয়। তাদের যেন বোনাস দেয়া হয়! তাদের যত্ন নিতে পারলেই আমি খুশি হবো।'

বিপিএলে প্রাইজমানি না থাকার বিষয়টি সবার আগে মিডিয়াকে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
তিনি বলেছিলেন, 'এবারের বিপিএলে কোনও প্রাইজমানি নেই, কেননা এখানে কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। এই বিপিএলে কেবল স্পন্সরই আছে। আমরা কোনো ফ্র্যাঞ্চাইজি ফিও পাইনি।'
বিপিএলে অংশগ্রহণকারী দলগুলোর তত্ত্বাবধানে এবার ছিল স্বয়ং ক্রিকেট বোর্ড। মূলত অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের আদলে এবারের বিপিএল পরিচালিত করে বিসিবি।