promotional_ad

শীর্ষ ৫ রান সংগ্রাহকের ৩ জনই বাংলাদেশি

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


খুলনা টাইগার্সকে ২১ রানের ব্যবধানে হারিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতেছে রাজশাহী রয়্যালস। টুর্নামেন্ট শেষে সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে শীর্ষে আছেন খুলনা টাইগার্সের তারকা রাইলি রুশো।


এই প্রোটিয়া তারকা ১৪ ম্যাচ খেলে ৪৯৫ রান সংগ্রহ করেছেন। সদ্য সমাপ্ত বিপিএলে ৪৫ গড়ে রান করেছেন তিনি। তাঁর ব্যাট থেকে এছে ৪টি হাফ সেঞ্চুরি। যা খুলনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।



promotional_ad

শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় দুই নম্বরে আছেন মুশফিকুর রহিম। রুশোর চেয়ে মাত্র ৪ রান পিছিয়ে থেকে এই অবস্থানে মুশফিক। ১৪ ম্যাচে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৪৯১ রান।


এবারের বিপিএলে ৭০.১৪ গড়ে রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। রুশোর মতো মুশফিকের ব্যাট থেকেও এসেছে চারটি হাফ সেঞ্চুরি। এবারের বিপিএলে খেলা ৯৮ রানের একটি ইনিংস টি-টোয়েন্টিতে তাঁর সেরা ইনিংস।


এই তালিকার তিন নম্বরে আছেন রাজশাহী রয়্যালসের ওপেনার লিটন দাস। ১৫ ম্যাচে ৩২.৫০ গড়ে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৫৫ রান। চার নম্বরে থাকা শোয়েব মালিকের রান ১৫ ম্যাচে ৪৫৫।



এই দুজনের চেয়ে ১১ রান পিছিয়ে থেকে পাঁচ নম্বরে আছেন কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটসম্যান ডেভিড মালান। তিনি মাত্র ১১ ম্যাচেই ৪৪৪ রান করেছেন। একটি ম্যাচে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। এবারের বিপিএলে যা তাঁর সেরা ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball