promotional_ad

বাংলাদেশের বিপক্ষে শেহজাদ না থাকায় হতাশ রাজ্জাক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আহমেদ শেহজাদকে পাকিস্তানের স্কোয়াডে না নেয়ায় হতাশ হয়েছেন আব্দুল রাজ্জাক। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য সম্প্রতি ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


এই স্কোয়াডে ৫৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা শেহজাদকে না থাকায় অবাক সাবেক অলরাউন্ডার রাজ্জাক। বাংলাদেশের বিপক্ষে শেহজাদের ব্যাটিং রেকর্ড যথেষ্ট ভালো। ২৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরিতে ৯০ গড়ে ১৮০ রান সংগ্রহ করেন তিনি। 



promotional_ad

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় রাজ্জাক তাই লিখেছেন, 'এটা অনেক বেশি হতাশার যে আহমেদ শেহজাদকে নেয়া হয়নি বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে তাঁর রেকর্ড ভালো। সে এর আগে যতবার বাংলাদেশের মুখোমুখি হয়েছে ততবার ভালো খেলেছে।' 


শুধু রাজ্জাকই নন, শেহজাদকে না নেয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেনও। তারকা এই ক্রিকেটারের মতে শেহজাদকে না নেয়াটা মূর্খতার শামিল। 


টুইটারে পিটারসেন লিখেছেন, 'বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডটি মাত্র দেখলাম। এই স্কোয়াডে আহমেদ শেহজাদ কিভাবে বঞ্চিত থাকে?? তার পিএসএল এবং ঘরোয়া ক্রিকেটের রেকর্ড যেকোনো ব্যাটসম্যানদের চেয়ে ভালো (যাদের স্কোয়াডে নেয়া হয়েছে)। এটা পুরোপুরি মূর্খতা।' 



পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াডঃ 


বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আমাদ বাট, ইফতিখার আহমেদ, হারিস রউফ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ মুসা, সাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, উসমান কাদির। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball