সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ ভয়ঙ্কর দলঃ মিসবাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশকে ভয়ংকর দল মানছেন মিসবাহ উল হক। পাকিস্তানের প্রধান নির্বাচক ও কোচের মতে, যেকোনো দলকে হারানোর ক্ষমতা আছে তামিম-মুশফিকদের। তাই মিসবার দাবি, আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে জিততে হলে পাকিস্তানকে সেরা ক্রিকেট খেলতে হবে।
চলতি মাসে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ২৪ জানুয়ারি হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

আসন্ন সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দল ঘোষণা করার সময় বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্য করেন মিসবাহ।
মিসবাহ বলেন, ‘সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ ভয়ঙ্কর দল। সম্প্রতি তারা অনেক ক্রিকেট খেলেছে। এরপরই পাকিস্তানে খেলতে আসছে। এই ফরম্যাটে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
‘আপনাকে সেরাটা দিয়ে খেলতে হয়। বাংলাদেশ যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। আমরা এটা জানি, আমাদের জিততে হলে সেরা খেলাটা খেলতে হবে।’ যোগ করেন মিসবাহ।
তিন ভাগে পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। সফরে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে দুই দল। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে বাংলাদেশ।
এরপর ১০ দিন বিরতি দিয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে পাকিস্তানের বিমান ধরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর এপ্রিলে বাকি টেস্ট এবং একমাত্র ওয়ানডে খেলতে আবারও পাকিস্তানে যাবে বাংলাদেশ।