promotional_ad

সাংবাদিকদের প্রশ্নে বিস্মিত আন্দ্রে রাসেল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে ফেভারিট কোন দল এমন প্রশ্নে যারপরনাই অবাক হয়েছেন আন্দ্রে রাসেল। রাজশাহী রয়্যালসের অধিনায়কের মতে ফাইনালে পা রাখা দুই দলই যোগ্যতার দিক থেকে এগিয়ে রয়েছে। এই কারণে দুই দলের প্রতিই প্রত্যাশা থাকবে সমর্থকদের। 


শুক্রবার (১৭ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস। এই ম্যাচে মাঠে নামার আগে কোনো দলকেই ফেভারিট হিসেবে দেখছেন না রাসেল। ফাইনালে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি। 



promotional_ad

মুশফিকুর রহিমদের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে ২৭ রানে পরাজিত হয় রাজশাহী। তবে এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে দ্বিতীয় কোয়ালিফায়ারে ২ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাসেলবাহিনী। 


ফেভারিটের প্রশ্নে রাসেল বলেন, 'এটা একটা অদ্ভুত প্রশ্ন। কারণ ফাইনালে যারা যাবে তাদের প্রতি আপনার প্রত্যাশা থাকবে যে জিতবে। আমাদের মাথাতেও জয় ছাড়া অন্য কিছু নেই। গত ম্যাচে আমরা দল হিসেবে খেলেছি। আমরা যেটা পারি সেটাই দেখাবো এবং আশা করি আমরা দারুণভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করবো আগামীকাল (শুক্রবার)। 


রাসেলের বিশ্বাস মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সেই কারণে টসের ফলাফলের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তাঁর মতে এই ম্যাচে প্রথমে ব্যাট করা দলে সুবিধা পাবে বেশি।



রাজশাহী দলপতির ভাষায়, 'টস অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন গত কয়েকটি ম্যাচে যারা প্রথমে ব্যাট করেছে তারা কিন্তু ভালো রান করেছে। আমাদের উপর চাপ সৃষ্টি হয়েছে যখন আমরা উইকেট হারিয়েছি এবং ব্যাকফুটে চলে গেছি। আমরা যদি প্রথমে ব্যাট করতে পারি তাহলে ১৭০ রানের মতো করার চেষ্টা করবো। টসের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই। যখন কয়েনটি উপরে ছুঁড়ে মারা হবে এবং মাটিতে পড়বে তখনই আসলে বুঝা যাবে। দেখা যাক কি হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball