পাকিস্তান সফরের বিনিময়ে নয় এশিয়া কাপঃ নিজামউদ্দিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এশিয়া কাপ ঘরের মাঠে আয়োজন করতে চায় বাংলাদেশ। যে কারণে তিন দফায় পাকিস্তান সফরের জন্য রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিসিবি চুক্তি হয়েছে, বাংলাদেশ দল পাকিস্তান সফর করলে এশিয়া কাপ আয়োজনের জন্য বাংলাদেশকে সমর্থন করবে পাকিস্তান; এমন গুঞ্জন শোনা যাচ্ছে। অবশ্য এমন কিছুই নয় বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
২০২০ সালের এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত কোনোভাবেই পাকিস্তান সফরে যেতে রাজি নয়। যে কারণে পাকিস্তানে এশিয়া কাপ হওয়া অনেকটা অনিশ্চিত। এদিকে ভারতও আয়োজন করতে চাইছে না এশিয়া কাপ। ফলে এবারের টুর্নামেন্টটি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কায়।

যদিও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ফেব্রুয়ারিতে হবে এসিসি এর মিটিং। সেখানে আয়োজক দেশ কারা হচ্ছে, এর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেন, 'যেহেতু পাকিস্তানে যাবে না ভারত এবং নিজেদের দেশেও এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত নয় তারা। যে কারণে টুর্নামেন্টটি আয়োজন করার জন্য উপযুক্ত ভেন্যু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এশিয়া কাপের সঙ্গে এই সিরিজের কোনো যোগসূত্র নেই। সাইডলাইন মিটিংয়ের আলোচনা হয়েছিল এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করা নিয়ে। যেহেতু পাকিস্তানে ভেন্যু, কিন্তু ভারত যাবে না, তাই সেখানে হচ্ছে না।'
'পাকিস্তান প্রস্তাব দিতে পারে অর্ধেক খেলা তাদের দেশে করতে, ভারতের ম্যাচগুলো দুবাই অথবা মালয়েশিয়ায় করতে। কিন্তু এটা বাস্তবিকভাবে হবে না, কারণ ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। পাকিস্তান তো চাইবে না এশিয়া কাপ না হোক। কারণ না হলে তাদের তিন মিলিয়ন ডলার লোকসান হবে। আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া এসিসির মিটিংয়ে ভেন্যু নিয়ে আলোচনা হবে। যদি আমরা আয়োজন করার প্রস্তাব দেই তাহলে পাকিস্তান সমর্থন কিংবা আপত্তি জানাতে পারে।' যোগ করেন তিনি।
চলতি বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। এবারের এশিয়া কাপটি বাংলাদেশে হওয়ার সম্ভাবনা বেশি ।