promotional_ad

ছিটকে গেলেন পান্ত

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে সফরকারী অস্ট্রেলিয়া। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুই টায়।


সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চের জোড়া সেঞ্চুরিতে দশ উইকেটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকায় মানসিকভাবে স্বস্তিতে আছে ফিঞ্চের দল।


এদিকে সিরিজে পিছিয়ে যাওয়া ভারতীয় শিবিরে আছে দুঃসংবাদ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলবেন না দলটির নিয়মিত উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত।



promotional_ad

মুম্বাইতে প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় হেলমেটে বল লেগে আহত হন পান্ত। এরপরে অস্ট্রেলিয়ার ইনিংসের সময় কিপিংও করেননি তিনি। বৃহস্পতিবার জানা গেছে, রিহ্যাব প্রক্রিয়ায় আছেন পান্ত।


দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের পাশাপাশি লোকেশ রাহুলও একাদশে থাকার কারণে এনিয়ে অবশ্য অনেক বেশি বিড়ম্বনা নেই ভারতের। মুম্বাইয়ের মতো রাজকোটেও কিপিং গ্লাভস সামলাবেন রাহুল।


পান্তের জায়গায় মূল একাদশে দেখা যেতে পারে দুই অলরাউন্ডার কেদার যাদব বা শিভম দুবের যেকোনো একজনকে। আবার অভিজ্ঞ ব্যাটসম্যান মানিশ পান্ডেও সুযোগ পেতে পারেন একাদশে।  


ভারত একাদশ (সম্ভাব্য): শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়াশ আইয়ার, কেদার যাদব/ শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।



অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মারনাস ল্যাবুশেন, অ্যাস্টন টার্নার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), অ্যাস্টন আগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball