promotional_ad

বিপিএলের সফল অধিনায়ক মাশরাফি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটরে বাদ পড়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন ঢাকা প্লাটুন। এবারের আসরে ফাইনাল না খেললেও বিপিএল ইতিহাসের সেরা অধিনায়ক সেই মাশরাফিই!


বিপিএলে এখন পর্যন্ত চারটি শিরোপা জিতেছেন অধিনায়ক মাশরাফি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে তিনি জিতেছেন দুটি শিরোপা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের হয়ে তিনি জিতেছেন একটি করে শিরোপা।



promotional_ad

কার্যত তাঁকে এমনিতেই সেরা বলা যায়। এক্ষেত্রে মাশরাফির পক্ষে আছে পরিসংখ্যানও। এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ৫৪টিতে জিতেছেন তিনি, হেরেছেন ৩২টিতে। জয়ের হার ৬২.৭৯ শতাংশ।


তাঁর পরের স্থানে থাকা সাকিব আল হাসান এখন পর্যন্ত ৬৪ ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন ৩৯টিতে, হেরেছেন ২৫টি ম্যাচ। নিষেধাজ্ঞার কারণে এবারের বিপিএল না খেলা সাকিবের জয়ের হার ৬০.৯৩ শতাংশ।


এই তালিকায় তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। বিপিএলে এখন পর্যন্ত সাতটি দলের অধিনায়কত্ব করা মুশফিক ৭২ ম্যাচে জিতেছেন ৩৭টিতে। হেরেছেন ৩৪টি ম্যাচ। জয়ের হার শতকরা ৫২.০৮ ভাগ।



তালিকাটির চার ও পাঁচ নম্বরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের জয়ের হার যথাক্রমে ৫১.৩৩% ও ৪১.১৭%।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball