promotional_ad

ভয়ংকর এই অভিজ্ঞতা কাজে আসবে রানারঃ গেইল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ পেসার মেহেদী হাসান রানার এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। রানার সেই ওভারে ২৩ রান তুলে রাজশাহী। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান রাসেলের সামনে বোলিং করার ভয়ঙ্কর এই অভিজ্ঞতা কাজে আসবে রানার, জানিয়েছেন আরেক ক্যারিবিয়ান ক্রিস গেইল।


শেষ দুই ওভারে জয়ের জন্য ৩১ রান প্রয়োজন ছিল রাজশাহীর। ১৯তম ওভারে বোলিং করতে এসে রাসেলের ব্যাটের প্রশস্ততা দেখেন রানা। তাঁকে দুই ছক্কা এবং এক চার মারেন রাসেল। ওভারের শেষ বলে আবু জায়েদ রাহিও মারেন চার। এই ওভারেই ম্যাচ নিজেদের করে নেয় রাজশাহী।



promotional_ad

শুধু রানা নন, টি-টোয়েন্টি ফরম্যাটে ডেথ ওভারে রাসেলের মতো ব্যাটসম্যানের সামনে যে কোনো বোলারই অসহায়। যে কারণে রানাকে আত্মবিশ্বাস ধরে রেখে এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন গেইল।


ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার বোলিং প্রসঙ্গে গেইল বলেন, 'সে খুবই তরুণ। এই অভিজ্ঞতা সে শিক্ষা হিসেবে কাজে লাগাতে পারবে। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট, এটা বোলারদের খেলা নয় বিশেষ করে ডেথ ওভারে। আর রাসেলের মতো পাওয়ার হিটারের সামনে তো আরও আগে নয়।'


'সে এটাকে শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাতে পারবে। শক্ত হয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আবারো এই পরিস্থিতিতে পড়লে সে জানবে কীভাবে কী করতে হয়।' যোগ করেন তিনি।



রাসেলের তাণ্ডবে ৪ বল হাতে রেখেই ২ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী। বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে দলকে তুলতে ২২ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন রাসেল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball