বাংলাদেশের ব্যাপারে পাকিস্তানকে শোয়েবের পরামর্শ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলংকার মতো বাংলাদেশকে হাল্কাভাবে না নিতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসার মনে করেন, আসন্ন সিরিজটি কঠিন হবে পাকিস্তানের জন্য। তবে শোয়েবের চাওয়া ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতুক পাকিস্তান।
টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর দল পাকিস্তান। একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি একবার রানার্স আপ হওয়ার খ্যাতি আছে মিসবাহ উল হকের শিষ্যদের। তাই ফর্ম এবং পরিসংখ্যানের বিচারে নিজের দেশকেই ফেভারিট মানছেন শোয়েব।

তারপরও বাংলাদেশকে হাল্কাভাবে নিতে চান না সাবেক এই গতি দানব। ২০১৮ সালের এশিয়া কাপে বাংলাদেশে কাছে হেরেই ফাইনালে খেলার স্বপভঙ্গ হয়েছিল সরফরাজ আহমেদের দলের। আসন্ন সিরিজে আবারও বাংলাদেশের কাছে হারলে পাকিস্তানের ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন উঠবে বলে মনে করছেন শোয়েব।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টির অন্যতম সেরা দল পাকিস্তান। তারপরও বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে ভাবতে হবে। কারণ এটা শ্রীলংকা না। বাংলাদেশ সেরা মানের ক্রিকেট খেলে। খুবই কঠিন হবে সিরিজটা পাকিস্তানের জন্য।’
‘পাকিস্তানকে শুধু এই সিরিজটা জিতলেই চলবে না, বরং খুব ভালোভাবে জিততে হবে। বাংলাদেশের কাছে হেরে গেলে পাকিস্তানের ক্রিকেট নিয়ে অনেক প্রশ্ন উঠে আসবে। তাই আমি চাই পাকিস্তান এই সিরিজটা জিতুক।’ আরও যোগ করেন শোয়েব।
চলতি মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। তিন ভাগে পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। সফরে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে দুই দল।
প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরবে বাংলাদেশ। এরপর ১০ দিন পর সিরিজের প্রথম টেস্ট খেলতে পাকিস্তানের বিমান ধরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর এপ্রিলে বাকি টেস্ট এবং একমাত্র ওয়ানডে খেলতে আবারও পাকিস্তানে যাবে বাংলাদেশ।