আইসিসির এফটিপির সম্মান করেছে বাংলাদেশঃ পাপন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অবশেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। তবে তিন ভাগে পাকিস্তান সফর করবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। এমন সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রাজি হওয়ায় তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার দুবাইয়ে আইসিসি গভর্নেন্স কমিটির সভায় এই সিদ্ধান্তে উপনিত হয় দুই দেশের ক্রিকেট বোর্ড। এই বৈঠকে দুই পক্ষের সমঝোতায় সাহায্য করেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সফরে একটি ওয়ানডে ম্যাচ নতুন করে যোগ করা হয়েছে। ২৪ জানুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজটি, শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচ হবে লাহোরে।
টি-টোয়েন্টি সিরিজ শেষ দেশে ফিরে আবার ৭ ফেব্রুয়ারির আগে পাকিস্তান যাবে বাংলাদেশ। একটি টেস্ট ম্যাচ খেলে আবারও দেশে ফিরবেন তামিম-মাহমুদউল্লাহরা। এরপর আবারও বাকি টেস্ট এবং ওয়ানডে খেলতে পাকিস্তান যাবে দলটি। এমন করে তিন ভাগে সম্পন্ন হবে সফরটি।
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল পাঠাতে রাজি হয়েছিল বিসিবি। কিন্তু আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় টেস্ট সিরিজ থাকায় সেটাকে সম্মান দিয়ে নতুন করে সূচি সাজিয়েছে বিসিবি এবং পিসিবি।
সভা শেষে বিসিবি প্রধান পাপন বলেন, ‘আমাদের অবস্থা বোঝার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতেই হবে। আমরা খুশি যে বিষয়টি দুই পক্ষের সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছানো গেছে। এটা আইসিসির এফটিপিকে সম্মান করার একটি উদাহরণ।’
৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। এর আগে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে খেলবে দুই দল।