promotional_ad

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অবশেষে সব জল্পনা-কল্পনার অবসন ঘটেছে। চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেনি। 


দুবাইয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পিসিবি চেয়ারম্যান এহসান মানি বৈঠকের মাধ্যমে সমঝোতায় পৌঁছান। পিসিবির সিইও ওয়াসিম খানও উপস্থিত ছিলেন সেখানে। এই বৈঠকে দুই পক্ষের সমঝোতায় সাহায্য করেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।


তিন ভাগে পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজটি খেলবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচটি নতুন সংযোজন। ২৪ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে ২৫ এবং ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোর।


টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে বাংলাদেশ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশের। তবে দুই ভাগে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে।
 
৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দেশে ফিরে আসবেন মাহমুদউল্লাহ-তামিমরা। এরপর এপ্রিলে হবে তৃতীয়ভাগ। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। 


পূর্ব নির্ধারিত সূচিতে শুধু টেস্ট এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের। সেখানে ৩ এপ্রিল একটি ওয়ানডে ম্যাচও খেলবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে করাচিতে।



promotional_ad

২০২০ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পুরোটাই পাকিস্তানে অনুষ্ঠিত হবে। প্রথম এবং দ্বিতীয় টেস্টের মাঝামাঝি সময় পিএসএল আয়োজন করবে পাকিস্তান। এরপর হবে সিরিজের তৃতীয় ভাগের খেলা।


বাংলাদেশের পাকিস্তান সফরের চূড়ান্ত রূপ নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয় পিসিবি। সেখানে পিসিবির চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, সফর চূড়ান্ত হওয়ায় তিনি অনেক আনন্দিত।


মানি বলেন, ‘আমি বেশ আনন্দিত যে আমরা বেশ ভালো একটা সমঝোতায় এসেছি যা ক্রিকেটের মতো একটি খেলার বৃহত্তর স্বার্থে আমরা দুটি গর্বিত ক্রিকেট খেলুড়ে দেশকে একমত করেছে।’


‘আমি আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে ধন্যবাদ দিতে চাই। যে নেতৃত্ব উনি দেখিয়েছেন এবং দুই দেশে খেলাধুলা অব্যাহত ও সমৃদ্ধ করা নিশ্চিত করার জন্য।’ আরও যোগ করেন মানি।


পিসিবির সিইও ওয়াসিম খান বলেন, ‘এটা দুই বোর্ডের জন্যই জয়ী ফলাফল বলা যায়। আমি আনন্দিত যে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা এখন শেষ এবং আমরা ম্যাচগুলো মসৃণভাবে আয়োজনের পরিকল্পনা করতে পারি। বাংলাদেশ তিনবার পাকিস্তান সফর করবে।’ 


বাংলাদেশের পাকিস্তান সফরের সূচিঃ



১ম ভাগে
২৪ জানুয়ারি- ১ম টি-টোয়েন্টি, লাহোর
২৫ জানুয়ারি- ২য় টি-টোয়েন্টি, লাহোর
২৭ জানুয়ারি- ৩য় টি-টোয়েন্টি, লাহোর


২য় ভাগে
৭-১১ ফেব্রুয়ারি- ১ম টেস্ট, রাউলাপিন্ডি


৩য় ভাগে


৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল- ২য় টেস্ট, করাচি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball