মাশরাফিকে মাহমুদউল্লাহর টুপি খোলা অভিনন্দন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হাতে ১৪টি সেলাই থাকার পরও ঢাকা প্লাটুনের হয়ে মাঠে নামার সাহস দেখিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বাঁ হাতে সেলাই নিয়েই ব্যাটিং করেছেন, বোলিং করেছেন ৪ ওভার এবং এক হাতে নিয়েছেন গেইলের ক্যাচ। যদিও জয়ী দলের অধিনায়ক হিসেবে মাঠ ছাড়তে পারেননি মাশরাফি।
বিপিএলের এলিমিনেটর ম্যাচ হেরে বিদায় নিয়েছে ঢাকা। সহজ জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ঢাকার অধিনায়ক মাশরাফিকে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ডানহাতি এই ব্যাটসম্যান মনে করেন, মাশরাফির জায়গায় তিনি থাকলে মাঠে নামার চিন্তাও করতেন না। মাহমুদউল্লাহ বলেন, ‘মাশরাফি ভাইকে টুপি খোলা অভিনন্দন জানাই। আজকে ১৪টা সেলাই নিয়ে সে খেলেছে।’
‘হয়তো উনার জায়গায় আমি থাকলে চিন্তাও করতে পারতাম না খেলার। উনি খেলেছেন, ভালো বোলিং করেছেন। ভালো একটা ক্যাচ ধরেছেন। বলটা অনেক ঘুরছিলো। গেইলের ক্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিলো।’ আরও যোগ করেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহ সংবাদ সম্মেলনে আসার আগে নিজের অবসর এবং অধিনায়কত্ব ছেড়ে দেয়ার প্রসঙ্গে কথা বলেন মাশরাফি। অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়েছেন, বোর্ড বললে এখনই ছেড়ে দেবেন অধিনায়কত্ব। তবে ক্রিকেটকে বিদায় না বললেও অনেকে তাকে অবসরে পাঠিয়ে দিয়েছে।
মাহমুদউল্লাহ মনে করছেন, অবসর নেয়ার সিদ্ধান্ত যেকোনো ক্রিকেটারের একান্ত বিষয়। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটটা শুরু করি ভালোবেসে, ক্রিকেটকে উপভোগ করি। এখন হয়তো এটা আমার পেশা হয়েছে। আমি শুরু থেকে কখনোই চিন্তা করিনি যে, আমি ক্রিকেটারই হবে। আমি ভালোবেসেছি, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতাম আর এখন এটা আমার পেশায় পরিণত হয়েছে।’
‘তো ভালোলাগা, ভালোবাসা এরপর এটা পেশা। যখন আমি কারও কথায় খেলা শুরু করিনি কারও কথায় ছাড়ার পক্ষপাতিত্বও আমি না। আমি যদি চিন্তা করি যে এখন আমার পক্ষে আর ক্রিকেট খেলা সম্ভব না, তো আমি খেলব না। যেহেতু এটা আমার একান্ত নিজস্ব বিষয়, এটার দায়ভারটা আমাকেই দেওয়া উচিত। আমি জিনিসটাকে এভাবেই দেখি। আমার মনেহয় উনিও জানে এতো বছর ক্রিকেট খেলছে।’ আরও যোগ করেন চট্টগ্রাম অধিনায়ক।