promotional_ad

বোর্ড বললে এখনই অধিনায়কত্ব ছেড়ে দিবঃ মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তটা নিজের কাছেই রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বললে এই দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি। 


রবিবার ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম না রাখতে অনুরোধ করেন মাশরাফি। সোমবার ঢাকা প্লাটুনের হয়ে সংবাদ সম্মেলনে এসে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনা খোলাসা করেন এই পেসার। 


এর আগে গত ১০ জানুয়ারি সংবাদ সম্মেলনে নিজের অবসর নিয়ে কথা বলেন মাশরাফি। অবসর প্রসঙ্গে তিনি জানান, ক্রিকেট বোর্ড যদি মনে করে তাহলে ভেবে দেখবেন তিনি। রবিবারও সাংবাদিকদের সেটা স্মরণ করিয়ে দেন ডানহাতি এই পেসার।



promotional_ad

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ হারার পর মাশরাফি বলেন, ‘আমার কাছে তো মনে হয় না যে জাতীয় দলে আলাদা করে আগে অধিনায়ক হবে, পরে দল হবে । বাংলাদেশে তো সবই হয় । আমার কাছে মনে হয় না আমাকে নিয়েই দল করতে হবে। অধিনায়কত্ব যদি বিসিবি এখনই ছেড়ে দিতে বলে, এখনই ছেড়ে দিব। আমার সিদ্ধান্ত আমার কাছে থাকুক।’ 


‘আগেরদিন বলে গেছি, আমি বিপিএল খেলেব, ঢাকা লিগ খেলব। খেলাটা আমি উপভোগ করছি। আমি জাতীয় দলের খেলার কথা আপনাদের বলিনি। ৭০-৮০ জনের মতো এখানে খেলছে, সবাই তো জাতীয় দলে খেলবে না। বেতনের ব্যাপারটা নিয়ে পাপন ভাইয়ের সাথে কথা বলেছি যেটা আপনারা জানেন।’ মাশরাফি আরও যোগ করেন।


১০ জানুয়ারি মাশরাফি জানিয়েছিলেন, তিনি ক্রিকেটকে বিদায় না বললেও অনেকে তাকে অবসরে পাঠিয়ে দিয়েছে। তবে মাঠ থেকে অবসর নেবেন কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেননি তিনি। খেলা উপভোগ করছেন, তাই খেলে যাচ্ছেন।


মাশরাফি বলেছিলেন, ‘অবসরের কথা যেটা বললেন, আমার জায়গা থেকে বলতে পারি, সবাই এরই মধ্যে আমাকে অবসরে পাঠিয়ে দিয়েছে! আমি হয়তো শুধু খেলেই যাচ্ছি। আমি খেলাটা উপভোগ করছি।’ 



‘মাঠ থেকে অবসর নেব কি নেব না, সেটা এখনও সিদ্ধান্ত নিইনি। নিজের যদি ওরকম মনে হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে চিন্তা ভাবনা করব। খেলাটা আমি যখন শুরু করেছিলাম তখন জাতীয় দল লক্ষ্য করে খেলিনি। কেউই শুরুটা এভাবে করে না।’ 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball