বোর্ড বললে এখনই অধিনায়কত্ব ছেড়ে দিবঃ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তটা নিজের কাছেই রেখেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বললে এই দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।
রবিবার ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম না রাখতে অনুরোধ করেন মাশরাফি। সোমবার ঢাকা প্লাটুনের হয়ে সংবাদ সম্মেলনে এসে ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনা খোলাসা করেন এই পেসার।
এর আগে গত ১০ জানুয়ারি সংবাদ সম্মেলনে নিজের অবসর নিয়ে কথা বলেন মাশরাফি। অবসর প্রসঙ্গে তিনি জানান, ক্রিকেট বোর্ড যদি মনে করে তাহলে ভেবে দেখবেন তিনি। রবিবারও সাংবাদিকদের সেটা স্মরণ করিয়ে দেন ডানহাতি এই পেসার।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ হারার পর মাশরাফি বলেন, ‘আমার কাছে তো মনে হয় না যে জাতীয় দলে আলাদা করে আগে অধিনায়ক হবে, পরে দল হবে । বাংলাদেশে তো সবই হয় । আমার কাছে মনে হয় না আমাকে নিয়েই দল করতে হবে। অধিনায়কত্ব যদি বিসিবি এখনই ছেড়ে দিতে বলে, এখনই ছেড়ে দিব। আমার সিদ্ধান্ত আমার কাছে থাকুক।’
‘আগেরদিন বলে গেছি, আমি বিপিএল খেলেব, ঢাকা লিগ খেলব। খেলাটা আমি উপভোগ করছি। আমি জাতীয় দলের খেলার কথা আপনাদের বলিনি। ৭০-৮০ জনের মতো এখানে খেলছে, সবাই তো জাতীয় দলে খেলবে না। বেতনের ব্যাপারটা নিয়ে পাপন ভাইয়ের সাথে কথা বলেছি যেটা আপনারা জানেন।’ মাশরাফি আরও যোগ করেন।
১০ জানুয়ারি মাশরাফি জানিয়েছিলেন, তিনি ক্রিকেটকে বিদায় না বললেও অনেকে তাকে অবসরে পাঠিয়ে দিয়েছে। তবে মাঠ থেকে অবসর নেবেন কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেননি তিনি। খেলা উপভোগ করছেন, তাই খেলে যাচ্ছেন।
মাশরাফি বলেছিলেন, ‘অবসরের কথা যেটা বললেন, আমার জায়গা থেকে বলতে পারি, সবাই এরই মধ্যে আমাকে অবসরে পাঠিয়ে দিয়েছে! আমি হয়তো শুধু খেলেই যাচ্ছি। আমি খেলাটা উপভোগ করছি।’
‘মাঠ থেকে অবসর নেব কি নেব না, সেটা এখনও সিদ্ধান্ত নিইনি। নিজের যদি ওরকম মনে হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে চিন্তা ভাবনা করব। খেলাটা আমি যখন শুরু করেছিলাম তখন জাতীয় দল লক্ষ্য করে খেলিনি। কেউই শুরুটা এভাবে করে না।’