promotional_ad

বিপিএলে রাসেল ডমিঙ্গো

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দীর্ঘ ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সোমবার সকালে বাংলাদেশে ফেরা প্রোটিয়া এই কোচ বিশ্রাম নিয়ে দুুপুরে হাজির হন মিরপুর শের এ বাংলা স্টেডিয়ামে।


ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজের পর দেশে ফিরে গেছিলেন এই প্রোটিয়া। এরপর সোমবার ফিরে এলেন বাংলাদেশে। সঙ্গে এসেছেন মারিয়ো ভিল্লাভারানও।



promotional_ad

চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা প্লাটুন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার ম্যাচ মাঠে বসে দেখেন ডমিঙ্গো। সঙ্গে ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।  


বিপিএল চলাকালীন ডমিঙ্গোর বাংলাদেশে ফিরে আসার কারণ পাকিস্তান সফর। তিনি আগেই জানিয়েছিলেন, পাকিস্তান সফরে যেতে সমস্যা নেই তাঁর। দল গেলে তিনিও যাবেন।


ডমিঙ্গো বলেছিলেন, ‘আমার মনে হয়, দল যদি পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপর আমরা এ বিষয়ে আলোচনা করতে পারি। দল যদি সফরে যায়, তাহলে আমিও যেতে প্রস্তুত।’



প্রধান কোচ রাজি থাকলেও দলের বাকি কোচিং স্টাফরা পাকিস্তান যেতে ইচ্ছা পোষণ করেননি। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরিও এই সফরে যাওয়ার ব্যাপারে আপত্তি করেছেন। 


বাংলাদেশ দলের পাকিস্তান সফর এখনও চূড়ান্ত হয়নি। নিরাপত্তা ইস্যুতে দুই বোর্ডের মধ্যে চলছে আলোচনা। বিসিবি চাইছে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরে আসতে। পিসিবি চায়, পুরো ‍সিরিজ না হলেও অন্তত একটা টেস্ট যেন খেলে আসে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball