দুবাইয়ে বৈঠকে বসবে বিসিবি-পিসিবি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাওয়া নিয়ে আগের অবস্থানেই আছে। ১২ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এই তথ্য দিয়েছেন। সঙ্গে জানিয়েছেন, সোমবার দুবাই যাচ্ছেন তিনি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে দেখা করতে দুবাইয়ে যাবেন নাজমুল হাসান। পাকিস্তানের একটি সূত্র বলছে, চলতি সপ্তাহে দুবাইতে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।
আইসিসির গভর্নেন্স রেভেনিউ বৈঠকে সাক্ষাৎ হতে যাচ্ছে দুজনের। সেখানেই বৈঠকের মাধ্যমে দুই পক্ষ একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। তাই এই সপ্তাহেই চূড়ান্ত হতে পারে বাংলাদেশের পাকিস্তান সফরের ভাগ্য।

১২ই জানুয়ারি বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি আগামীকাল দুবাই যাচ্ছি, আইসিসিতে। আমি দেখতে চাই আসলে কী ঘটছে। কালকে যাচ্ছি, পরশুদিন ফিরব।’
‘আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর আসছেন। তিনি আগেই আমাকে বলে রেখেছেন সময় হলে আমি যেন একদিন তার সাথে দেখা করে আসি। পাকিস্তান সফর নিয়ে আলোচনা হতে পারে, ওটা আলাপ না হলেও কী কী হতে পারে সেটা জানার চেষ্টা করব।’ আরও যোগ করেন বিসিবি সভাপতি।
নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়া নিয়ে সংশয় এখনও কাটেনি। বিসিবি জানিয়েছে, সরকার চায় না লম্বা সময়ের জন্য বাংলাদেশ পাকিস্তান সফরে যাক।
বাংলাদেশ শুধু টি-টোয়ান্টি সিরিজ খেলতে চায় এবারের সফরে। এরপর টেস্ট সিরিজ নিয়ে ভাবতে চায়। রবিবার বোর্ড সভা শেষে পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল বিসিবির। কিন্তু সরকারের সিদ্ধান্তে সফরটি ঝুলে রয়েছে।
এই সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলার কথা বাংলাদেশের। যদিও বিসিবি চাইছে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি পরে খেলার জন্য পিসিবিকে প্রস্তাব দেয় বিসিবি।
পিসিবি অবশ্য এই প্রস্তাবে রাজি নয়। পুরো সিরিজ একসঙ্গে আয়োজন করতে চায় পাকিস্তান। সেটা না হলে আগে টেস্ট সিরিজ খেলতে চায় পাকিস্তান।