promotional_ad

লুইসের আক্ষেপ ঘোচানোর ম্যাচে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন এভিন লুইস। ওয়েস্ট ইন্ডিজের এই ২৮ বছর বয়সী ওপেনার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। সেই ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৮১ রানের লক্ষ্য আগেই টপকে যাওয়ায় সেঞ্চুরি বঞ্চিত হন লুইস। 


সিরিজের তিন নম্বর ম্যাচে অবশ্য সেই আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়নি এই হার্ডহিটারকে। আইরিশদের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ৫ ছক্কা এবং ৬ চারের সাহায্যে ৯৭ বলে ১০২ রানের ইনিংস খেলেন লুইস। তাঁর দারুণ ব্যাটিংয়ের কল্যাণে অ্যান্ডি বালবির্নির দলকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ। 


গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ক্যারিবিয়ান দলপতি পোলার্ড। এরপর ব্যাট করতে নেমে হেইডেন ওয়ালশ এবং ওশান থমাসের বোলিং তোপে ৫ বল আগে ২০৩ রানে অলআউট হয় সফরকারীরা। 



promotional_ad

১০ ওভার বোলিং করে মাত্র ৩৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন ২৭ বছর বয়সী লেগ স্পিনার ওয়ালশ। অপরদিকে ৪১ রানে ৩ উইকেট নেন ডানহাতি পেসার থমাস। এছাড়া রস্টন চেজ ২টি এবং রোমারিও শেফার্ড একটি উইকেট পান। 


ক্যারিবিয়ান বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে আয়ারল্যান্ডের হয়ে অধিনায়ক বালবির্নি ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। ৯৩ বলে ৭১ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। এছাড়া ২৫ রানে অপরাজিত থাকেন অ্যান্ডি ম্যাকব্রাইন। 


২০৪ রানের লক্ষ্যে খেলতে নামার পর লুইসের সেঞ্চুরিতে ৬৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার লুইস ছাড়াও দায়িত্বশীল ব্যাটিং করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। ইনিংসের শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। অপরদিকে ৩৮ রানের ইনিংস আসে ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে।


আয়ারল্যান্ডের হয়ে সবচাইতে সফল বোলার ছিলেন ডানহাতি স্পিনার ম্যাকব্রাইন। ১০ ওভারে ৫০ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন ব্যারি ম্যাকার্থি, ক্রেইগ ইয়ং এবং সিমি সিং। এর আগে প্রথম ওয়ানডেতে এক উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় দিয়ে সিরিজ নিজেদের করে নেয় তারা। 



সংক্ষিপ্ত স্কোরঃ 


আয়ারল্যান্ডঃ ২০৩/১০ (৪৯.৫ ওভার) (বালবির্নি ৭১, ম্যাকব্রাইন ২৫*; ওয়ালশ ৪/৩৬, থমাস ৩/৪১) 


ওয়েস্ট ইন্ডিজঃ ১৯৯/৫ (৩৬.২ ওভার) (লুইস ১০২, পুরান ৪৩*, ম্যাকব্রাইন ২/৫০, সিং ১/২৯) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball