মাশরাফির ঘটা করে অবসর নেয়ার ইচ্ছাই নেইঃ পাপন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শুক্রবার অবসর ইস্যুতে মাশরাফি বিন মোর্তজা জানিয়েছিলেন, মাঠ থেকে অবসর নেবেন কি না সেটার সিদ্ধান্ত এখনো নেননি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে বড়সড় করে ওয়ানডে দলপতিকে বিদায় দিতে। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন রবিবার এমনটাই জানিয়েছেন।
বিসিবি চাইলেও বোর্ড প্রধান মনে করছেন, ঘটা করে অবসর নেয়ার ইচ্ছা নেই মাশরাফির। সম্প্রতি পত্র-পত্রিকা দেখে এমনটাই মনে হয়েছে পাপনের। তবে মাশরাফি না চাইলে এখানে বিসিবির কিছু করার নেই।

অবসর ইস্যুতে বিশ্বকাপের পর মাশরাফির সঙ্গে কথা হয়েছিল বিসিবি প্রধানের। জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজ দিয়ে গেল বছর মাশরাফিকে বিদায় দিতে চেয়েছিল বোর্ড। কিন্তু ওয়ানডে দলপতি তাতে রাজি হননি। পাপন জানান, চলমান বিপিএল পর্যন্ত দেখতে চাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন ডানহাতি এই পেসার।
পাপন বলেন, `আপনারা তো জানেন ওকে প্রস্তাব দেয়া হয়েছিলো। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের সঙ্গে একটা ওয়ানডে খেলে শেষ করার কথা ছিলো ওর। জিম্বাবুয়ের সঙ্গে কথাও বলেছিলাম আমরা। তখনই লন্ডনে ওর সঙ্গে আমার কথা হয়েছিলো। পরে তো সে রাজি হয়নি। বলেছিল এই বিপিএল পর্যন্ত দেখতে চায়। এরপর সিদ্ধান্ত নেবে।'
`এখন যেটা জেনেছি পত্র-পত্রিকার মাধ্যমে যে, ওর ঘটা করে ওর অবসর নেয়ার ইচ্ছাই নেই। মনে হচ্ছে আরকি। পত্র-পত্রিকা দেখে। আমরা তো চাবোই তাকে খুব ভালোভাবে বিদায় জানাতে। যেটা বাংলাদেশে ওর মতো আর কেউ পেয়েছে বা পাবে মনে হয় না। এটা আমাদের ইচ্ছা। ও যদি চায় ভালো কথা। না চাইলে কি করার।'
এর আগে গত ১০ জানুয়ারি সংবাদ সম্মেলনে প্রথমবার নিজের অবসর নিয়ে মুখ খুলেন মাশরাফি। তিনি বলেছিলেন, 'অবসরের কথা যেটা বললেন, আমার জায়গা থেকে বলতে পারি সবাই এরই মধ্যে আমাকে অবসরে পাঠিয়ে দিয়েছে! আমি হয়তো শুধু খেলেই যাচ্ছি। আমি খেলাটা উপভোগ করছি।'
`মাঠ থেকে অবসর নেব কি নেব না সেটা এখনো সিদ্ধান্ত নিইনি। নি??ের যদি ওরকম মনে হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে চিন্তা ভাবনা করব। খেলাটা আমি যখন শুরু করেছিলাম তখন জাতীয় দল লক্ষ্য করে খেলিনি। কেউই শুরুটা এভাবে করে না।' পাপন আরও যোগ করেন।