বাংলাদেশ পাকিস্তানে গেলে পিসিবির খুশি হওয়া উচিৎ!

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে শুধু টি-টোয়েন্টি খেলতে চাইছে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব) টি-টোয়েন্টি সিরিজের পর কোনো এক ফাকে গিয়ে সেখানে টেস্ট সিরিজ খেলতে। কিন্তু পিসিবি এই প্রস্তাবে রাজি নয়।
তাদের চাওয়া সম্পূর্ণ সিরিজ এক সঙ্গে খেলতে পাকিস্তান সফরে যাক বাংলাদেশ। এমনকি নিরপক্ষ ভেন্যুতে টেস্ট খেলার জন্য রাজি ছিল বিসিবি। কিন্তু পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানিয়েছিলেন, পাকিস্তানে গিয়েই টেস্ট খেলতে হবে বাংলাদেশকে।

১২ই জানুয়ারি ছিল বিসিবির বার্ষিক বোর্ড সভা। যেখানে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল পাকিস্তান সফরের। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌছায়নি বোর্ড। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এই সফরে যাওয়া নিয়ে পাকিস্তানের বাংলাদেশকে জোর করা ঠিক না।
পিসিবিকে বোঝা উচিৎ বাংলাদেশ কেন সেখানে যেতে চাইছে না। আর এই সফর নিয়ে কে কি বলছে সেটাও গুরুত্বপূর্ণ নয় বোর্ডের কাছে। উলটো বাংলাদেশ দল যদি পাকিস্তান সফরে যায় তাতে পাকিস্তানের খুশি হওয়া উচিৎ বলে জানান পাপন।
বোর্ড প্রধান বলেন, `কে কি বললো এটা গুরুত্বপূর্ণ না। আমি মনে করি ওদের বোঝা উচিৎ। আমরা এতো বছর সেখানে যাইনি। এর পেছনে একটাই কারণ ছিল নিরাপত্তা ইস্যু।'
`এতো বছর পর বাংলাদেশ সেখানে যাচ্ছে, এটা যদি আমরা যাই। ওদের তো খুশি হওয়া উচিৎ। এটা যদি চিন্তা না করে ওরা যদি জোর করে আমার মনে হয় এটা ঠিক হবে না।' আরও যোগ করেন পাপন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় পাকিস্তানে ক্রিকেট ফিরুক। বোর্ড সভাপতি পরিষ্কার করে জানিয়েছেন, বাংলাদেশও চায় পাকিস্তানে ক্রিকেট ফিরে আসুক। পাপন আরও বলেন, `পাকিস্তানে ক্রিকেট ফিরে আসুক এটার বিরোধিতা করছি না। সে দেশে ক্রিকেট ফিরে আসুক এটা আমরা চাই। যদি আমরা বিরোধিতা করতাম তাহলে বলতাম টি-টোয়েন্টিও খেলবো না।'