চট্টগ্রামের সাফল্যের নেপথ্যে দলগত পারফরম্যান্স

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বে ১২ ম্যাচ খেলে ৮টিতেই জিতেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে তারা প্লে অফে জায়গা করে নিয়েছে। দলটির এমন পারফরম্যান্সের নেপথ্যে কি আছে?
এমন প্রশ্নের উত্তরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান জানিয়েছেন, তাদের সাফল্যের চাবিকাঠি দলগত পারফরম্যান্স। এ ছাড়া স্থানীয় খেলোয়াড়রা নিজেদের কাজটা ঠিক ভাবে করায় আর পেছনে তাকাতে হচ্ছে না তাদের।

এ প্রসঙ্গে সোহান বলেন, 'আমরা দল হিসেবে খেলতে পারছি। লোকাল যারা আছে যার যেখানে ভালো করা দরকার সেখানে ভালো করছে। কেউ হয়তো মেডেন নিচ্ছে, একটা বল ডট করে উইকেট নিচ্ছে, কারো এক বলে দুই রান দরকার লোকাল প্লেয়াররা এটা করতে পারছি। আমাদের লক্ষ্য থাকবে নেক্সট ম্যাচে যেন এটা করতে পারি।
এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ ঢাকা প্লাটুন। এই ম্যাচের আগে প্রতিদ্বন্দ্বীদের হালকা করে নিচ্ছে না চট্টগ্রাম যদিও গ্রুপ পর্বে দুইবারের দেখাতেই ঢাকাকে হারিয়েছে তারা। এলিমিনেটরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে বলে আশ্বাস দিলেন সোহান।
এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, 'ঢাকা অনেক শক্তিশালী দল ভালো দল। আমরা দুটি ম্যাচে জিতেছি, আমার মনে হয় পরবর্তী ম্যাচে যারা ভালো খেলবে, নিজেদের কাজগুলো ঠিকভাবে করতে পারবে তারাই জিতবে। দুইটা দলই ভালো, আশা করি প্রতিযোগীতামূলক ম্যাচ হবে।'