বিশ্বকে সামর্থ্য দেখাতে প্রস্তুত আকবরবাহিনী

ছবি: ছবি- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্ব মঞ্চে নিজেদের সামর্থ্য দেখাতে প্রস্তুত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ইতোমধ্যে পচেফস্ট্রুমে এক সপ্তাহের ক্যাম্প শেষ করেছে আকবর আলীরা। শনিবার (১১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসে আকবর জানান, বৈশ্বিক এই আসর মাতাতে মুখিয়ে আছেন তারা।
গত ৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওয়ানা দিয়েছিল বাংলাদেশের যুবারা। ১৭ জানুয়ারি থেকে শুরু হবে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব। এর আগে ৭ দিনের ক্যাম্প করেছে তারা। বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে সম্পূর্ণ প্রস্তুত দল এবং রোমাঞ্চিত দলের ক্রিকেটাররা, জানিয়েছেন আকবর।
তিনি বলেন, 'এখানে খেলতে পেরে ভালো লাগছে। আমি মনে করি, বিশ্বকে আমাদের দক্ষতা দেখানোর এটি দারুণ সুযোগ। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এখন মুখিয়ে আছি এই বৈশ্বিক আসরে খেলার জন্য। দলের সবাই বেশ রোমাঞ্চিত বিশ্বকাপ খেলতে পেরে।

দল নিয়ে আত্মবিশ্বাসী আকবর। হওয়ারই কথা, গত দুই বছরে দুর্দান্ত খেলেছে যুবারা। গত যুব বিশ্বকাপের পর থেকে ৩৩টি ওয়ানডে খেলে ১৮টিতে জিতেছে বাংলাদেশ। তিন বিভাগেই ভালো করে এই সাফল্যের পেয়েছে আকবরবাহিনী।
নিজেদের প্রতিভা অনুযায়ী খেললে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় থাকবে বাংলাদেশ। আকবর বলেন, 'আমাদের স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগই ভালো অবস্থানে আছে। আমাদের দলের সবাই খুবই প্রতিভাবান। আমি কারও নাম নিতে পারবো না। আমরা যদি সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে আমরা টুর্নামেন্টের শেষের দিকে যেতে পারবো।'
আগামী ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আকবরদের ভাবনা ম্যাচ ধরে খেলা, তাই জিম্বাবুয়েই এখন তাদের প্রথম লক্ষ্য।
অধিনায়ক বলেন, 'এটি ম্যাচ ধরে ধরে খেলার বিষয়। জিম্বাবুয়ে ভালো দল। আমরা ওদের সবশেষ সিরিজটি দেখেছি। ওদের হারাতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।'
জিম্বাবুয়ের পর ২১ জানুয়ারি স্কটল্যান্ড এবং ২৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।