promotional_ad

পাকিস্তানের বোমা হামলা ভাবাচ্ছে বিসিবিকে

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যাওয়া নিয়ে সংশয়ে আছে বাংলাদেশ। গেলেও ৭ দিনের বেশি সেখানে থাকতে চান না ক্রিকেটাররা। এমন অবস্থায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে কিনা সেটা নিয়ে ছিল ধোঁয়াশা।


১২ই জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় বিসিবি কর্মকর্তারা বৈঠক করবেন পাকিস্তান সফর নিয়ে। কিন্তু এর ঠিক আগে অঘটন ঘটেছে পাকিস্তানে। 


শুক্রবার দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাই দেশটির নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।



promotional_ad

এমন অবস্থায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, বোমা হামলা অবশ্যই প্রভাব ফেলবে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ওপর। এমনকি ইরান-আমেরিকা বৈরী সম্পর্কের ব্যাপারটিও মাথায় আছে বিসিবির। যে কারণে পাকিস্তানে যাওয়া নিয়ে আরও ভাবতে হচ্ছে বিসিবিকে।


বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘কোয়েটায় মসজিদে বোমা বিস্ফোরণ এবং ইরান-আমেরিকা পরিস্থিতি অবশ্যই প্রভাব ফেলবে পাকিস্তান সফরের উপর। কারণ, পাকিস্তানের পাশেই ইরান।’ 


‘এ ছাড়া দেশটির অভ্যন্তরে বোমা বিস্ফোরিত হচ্ছে। এসব বিষয় অবশ্যই আমাদের ভাবতে হবে। কারণ ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি দেখতে হবে সবার আগে।’ আরও যোগ করেন নিজামউদ্দিন চৌধুরী।


জানুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। এই সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও বিসিবি চাইছে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে।



নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি পরে খেলার জন্য পিসিবিকে প্রস্তাব দেয় বিসিবি। তবে পিসিবি এই প্রস্তাবে রাজি নয়। পুরো সিরিজ একসঙ্গে আয়োজন করতে চায় পাকিস্তান। সেটা না হলে আগে টেস্ট সিরিজ খেলতে চায় পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball