লিটনকে চাপমুক্ত রেখেছেন আফিফ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইনিংস উদ্বোধনীতে সঙ্গী হিসেবে আফিফ হোসেনের সঙ্গ উপভোগ করছেন লিটন দাস। তরুণ এই অলরাউন্ডার লিটনের ওপর থেকে চাপ অনেকখানি কমিয়ে দিয়েছেন। সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন রাজশাহীর এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বিপিএলের শুরুর ম্যাচগুলোতে ওপেনিংয়ে হজরতউল্লাহ জাজাইকে সঙ্গী হিসেবে পান লিটন। চতুর্থ ম্যাচ থেকে আফিফকে সঙ্গী হিসেবে পান ডানহাতি এই ব্যাটসম্যান। এই জুটিতে বেশ ভালো সাফল্যও পাচ্ছে রাজশাহী।
লিটন-আফিফ এখন পর্যন্ত ইনিংস উদ্বোধন করেছেন ৯ ম্যাচে। এর মধ্যে ৬টি ম্যাচে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েছেন তাঁরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুজন মিলে যোগ করেন ৮৮ রান।

শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আফিফের প্রশংসা করে লিটন বলেন, ‘ওর সাথে ব্যাটিং করে অনেক মজা পাচ্ছি। টি-টোয়েন্টিতে একটু আক্রমণ করতেই হয় এখানে, একটু ঝুঁকি নিতে হবে, মারতে হবে। এই দায়িত্বটা আফিফই নিয়ে নিয়েছে। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলছে। আমি বল টু বল খেলার চেষ্টা করছি।’
গেল কয়েক বিপিএলের তুলনায় এবারের বিপিএলে পরিণত লিটনকে দেখা যাচ্ছে। এর পেছনের কারণটা নিজেই জানিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২০১৬-১৭ মৌসুমের বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন লিটন।
ক্যারিয়ারের এই বাজে সময় থেকেই শিখেছেন তিনি। এসবই তাঁকে আরও বেশি পরিণত হতে সাহায্য অরেছে। এ ছাড়া দাম্পত্য জীবন শুরু করার পর আরও বেশি বদলেছেন লিটন।
উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেন, ‘বেশি ম্যাচ আর ইনিংস তো স্বাভাবিক। আমি একটু লাকি খুব কম বয়সে বিয়ে করে ফেলেছি। বিয়ে জিনিসটা আমার ম্যাচুরিটি লেভেলটা হয়তো একটু বাড়িয়ে দিয়েছে। আমি এটা এভাবে ফিল করি। জানি না কে কীভাবে ফিল করে।’
‘আমি যখন ১৬-১৭ তে খারাপ ক্রিকেট খেলেছি, তখন আমি জাতীয় দলের বাইরে ছিলাম। সেই সময়টায় আমার ম্যাচুরিটি লেভেল একটু হাই হয়েছে। আমি কখনও অফ ফর্মে থাকিনি। ওই জায়গায় আমি অনেক ঠেকেছি এবং শিখেছি। ওই জায়গাটায় আমার ম্যাচুরিটি লেভেল বেড়েছে। প্লাস আমি মনে করি বিয়ের পরে ম্যাচুরিটি লেভেল একটু বেড়েছে। জানি না কিভাবে এটা বেড়েছে কিন্তু বেড়েছে। মাঠে হোক কিংবা বাইরেই হোক।’ আরও যোগ করেন লিটন।