আটকে যাচ্ছে পাকিস্তান সফরের সিদ্ধান্ত!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
১২ই জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক বোর্ড সভা। যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বোর্ড কর্তারা। সেই সঙ্গে কয়েকটি বড় সিদ্ধান্তও নেয়া হবে এই বৈঠকে। যেখানে সিদ্ধান্ত হতে পারে পাকিস্তান সফর নিয়েও। তবে রবিবারের বৈঠকে পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে নাও পৌঁছাতে পারে বিসিবি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বোর্ড সভাতে চূড়ান্ত নাও হতে পারে পাকিস্তান সফরের ভাগ্য। বিসিবির অনেকগুলো দুয়ার খোলা আছে। সবগুলো সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
জালাল ইউনুস বলেন, `বলা মুশকিল। যেহেতু অনেকগুলো দুয়ার খোলা আছে। তাই সব কিছুর সিদ্ধান্ত কাল নেয়া হবে কিনা সেটা বলা মুশকিল। হতেও পারে নাও হতে পারে।'

পাকিস্তান সফরে সল্প সময়ের জন্য যেতে চায় বাংলাদেশ। বিসিবিও একই রকম পরিকল্পনা করছে। তবে দুই বোর্ডের মধ্যে এখনও আলাপ আলোচনা চলছে সফর নিয়ে। সবচেয়ে বেস্ট অপশনটার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই জানানো হবে পিসিবিকে।
জালাল ইউনুস আরও বলেন, `হ্যা এখান থেকে প্রস্তাব গেছে। আবার ওইখান থেকেও অনেক রকম প্রস্তাব এসেছে। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা যত কম সময় খেলে সেখান থেকে আসতে পারি। আমর চেয়েছিলাম ৩টি টি-টোয়েন্টি খেলে পরে টেস্টগুলো খেলতে।'
`সেটা নিয়েও তারা রাজি হচ্ছে না। বলছে প্রথমে টেস্ট এরপর টি-টোয়েন্টি খেলো। এই ধরনেরও প্রস্তাব আসছে। এখনও কোনো কিছু সিদ্ধান্ত নেইনি। বোর্ড সভাপতি সহ কালকে বোর্ড মিটিংয়ে সব অপশন নিয়ে আলাপআলোচনা হবে। সেখান থেকে যেটা বেস্ট অপশন থাকে সেটাই পিসিবিকে জানাবো।' আরও যোগ করেন।
জানুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। এই সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও বিসিবি চাইছে শুরুতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি পরে খেলার জন্য পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে পিসিবি এই প্রস্তাবে রাজি নয়। পুরো সিরিজ একসঙ্গে আয়োজন করতে চায় পাকিস্তান। তাই সফরটি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।