promotional_ad

টেস্ট অভিষেকের অপেক্ষায় প্যাটারসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি দক্ষিণ আফ্রিকা। শুক্রবার পোর্ট এলিজাবেথ টেস্টের আগে অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নির্বাচকরা।  


এর আগে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইংল্যান্ডকে ১০৭ রানে পরাজিত করে সিরিজে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে কেপ টাউন টেস্টে প্রোটিয়াদের ১৮৯ রানে পরাজিত করে সিরিজে সমতা ফেরায় জো রুটের দল। 



promotional_ad

শেষ টেস্টে হারলেও স্কোয়াডে পরিবর্তন আনতে চাইছে না দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। ধারণা করা যাচ্ছে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠেয় তিন নম্বর টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হতে পারে পেসার ডেন প্যাটারসনের।


৩০ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ৪টি ওয়ানডে এবং ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এবার টেস্টেও অভিষেকের অপেক্ষাতে আছেন তিনি। প্যাটারসনের পাশাপাশি প্রথম দুই টেস্টে খেলেননি টেম্বা বাভুমা, বিউরান হেন্ডরিক্স, আন্দিল ফেহলুকায়ো এবং রুডি সেকন্ড।  


চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হবে আগামী ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার)। পোর্ট এলিজাবেথে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দুই দল। 



দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড (শেষ দুই টেস্ট)- 


ফাফ ডু প্লেসি (অধিনায়ক), ডিন এলগার, পিটার মালান, জুবায়ের হামজা, রাসি ফন ডার ডাসেন, কুইন্টন ডি কক, ভারনন ফিল্যান্ডার, ডুয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিক নর্টজে, ডেন প্যাটারসন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball