promotional_ad

মালিঙ্গাদের উড়িয়ে কোহলিদের সিরিজ জয়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সফরকারী শ্রীলঙ্কাকে তৃতীয় টি-টোয়েন্টিতে ৭৮ রানে হারিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। আর এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-০ তে জিতে নিয়েছে তারা। পুনেতে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের দেয়া ২০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ বল আগেই ১২৩ রানে অলআউট হয় লাসিথ মালিঙ্গার শ্রীলঙ্কা। 


মূলত পেসারদের কৃতিত্বে লঙ্কানদের ব্যাটিং লাইন আপে ধ্বস নামায় ভারত। এদিন দুর্দান্ত বোলিং করেন ২৭ বছর বয়সী ডানহাতি পেসার নবদ্বীপ সাইনি। ৩.৫ ওভার বোলিং করে ২৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। অপরদিকে ২টি করে উইকেট নেন শার্দূল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর। 


ভারতের পেসারদের আগুনে বোলিংয়ের সামনে একমাত্র ব্যতিক্রম ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। এক ছক্কা এবং ৮ চারের সাহায্যে ৩৬ বলে ৫৭ রানের ইনিংস খেলেন এই ডানহাতি।  এছাড়া ২০ বলে ৩১ রানের ইনিংস আসে অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে। 



promotional_ad

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার অধিনায়ক মালিঙ্গা। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ানের জোড়া হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রানের পাহাড়সম পুঁজি পায় ভারত। মাত্র ৩৬ বলে এক ছক্কা এবং ৫ চারের সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেন রাহুল।


সমান বল খেলে এক ছক্কা এবং ৭ চারের সাহায্যে ৫২ রান করেন ধাওয়ান। এছাড়া ইনিংসের শেষের দিকে ৮ বলে ২২ রানের একটি ক্যামিও ইনিংস উপহার দেন শার্দূল ঠাকুর। যেখানে ২টি ছক্কা এবং একটি চার মারেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ৩৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেন লক্ষ্মণ সান্দাকান। আর একটি করে উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু কুমারা। 


সংক্ষিপ্ত স্কোরঃ


ভারতঃ ২০১/৬ (২০ ওভার) (রাহুল ৫৪, ধাওয়ান ৫২; সান্দাকান ৩/৩৫, হাসারাঙ্গা ১/২৭) 



শ্রীলঙ্কাঃ ১২৩/১০ (১৫.৫ ওভার) (ধনঞ্জয়া ৫৭, ম্যাথুস ৩১; সাইনি ৩/২৮, শার্দূল ২/১৯)  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball