দিনের সেরাঃ মুশফিকুর রহিম

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরেই ক্যারিয়ার সেরা ৯৬ রানের এক ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে সেটাকে ছাড়িয়ে গেলেন তিনি।
এদিন ১২টি চার ও ৩ ছক্কায় ৯৮ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিনি পারেননি। অপরাজিত থাকায় মুশফিকের আফসোসটা আরেকটু বেশি হতে পারে।

সৌম্য সরকারের করা ইনিংসের শেষ ওভারে ৮ রান তুলতে পারলেই তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা পেতে পারতেন মুশফিক। সেখানে এক চার সহ মাত্র ৬ রান নিতে পেরেছেন তিনি।
শেষ বলে মারার মতো বল পেয়েও ঠিক মতো লাগাতে না পারায় মাত্র ১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মুশফিককে। মেহেদী হাসান মিরাজকে নিয়ে তাঁর তৃতীয় উইকেটের জুটিই রানের পাহাড়ে নিয়ে গেছে খুলনাকে।
এই দুজন তৃতীয় উইকেটে যোগ করেছেন ১৬৮ রান। চলতি বিপিএলে যা যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এই জুটিতে ৯১ রানই মুশফিকের। ২১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানে থেমেছে কুমিল্লার ইনিংস।
৯২ রানের এই জয়ে বঙ্গবন্ধু বিপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে মুশফিকের খুলনা। এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরষ্কারটাও নিজের হাতে তুলে নিয়েছেন খুলনার অধিনায়ক।